ফ্রান্স-বাংলা প্রেসক্লাবের সভাপতি দেবেশ বড়ুয়ার টিটিএন কার্যালয় পরিদর্শন।
ইউরোবিডি দেশের খবরঃ ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সভাপতি এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের ফ্রান্স প্রতিনিধি সিনিয়র সাংবাদিক দেবেশ বড়ুয়া দি টেরিটোরিয়্যাল নিউজ ( টিটিএন) কার্যালয় পরিদর্শন করেছেন।
২১শে জানুয়ারি শনিবার রাতে টিটিএন কার্যালয়ে আসলে দেবেশ বড়ুয়াকে ফুলেল শুভেচ্ছা জানান টিটিএনের এডিটর ইন চীফ জাহেদ সরওয়ার সোহেল,বার্তা প্রধান তৌফিক লিপুসহ টিটিএনের সহকর্মীরা।
পরিদর্শনকালে, দেবেশ বড়ুয়া সাংবাদিকতার মধ্য দিয়ে বিশ্ব বুকে কক্সবাজারের সম্ভাবনা কে তুলে ধরার প্রয়াস অব্যাহত রাখার আহবান জানান। এসময় ঝিলংজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিপু সুলতান, চট্টগ্রামের বিশিষ্ট স্থপতি বিজয় তালুকদার দেবেশ বড়ুয়ার সফর সঙ্গী ছিলেন।
ফ্রান্স প্রবাসী সিনিয়র সাংবাদিক দেবেশ বড়ুয়া স্ব পরিবারে স্থায়ীভাবে ফ্রান্সে বসবাস করলেও দেশের টানে প্রায়ই ছুটে আসেন বাংলাদেশে। দেবেশ বড়ুয়ার পৈত্রিক নিবাস রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া।
ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটি গঠনে একজন সিনিয়র সাংবাদিক হিসেবে তাঁর অসামান্য কৃতিত্ব রয়েছে।
Category: 1stpage, Community France, Community news 1st page, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ, দেশের খবর