• ৭ অগ্রহায়ণ ,১৪৩১,21 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

প্যারিসে প্রবাসীদের সাথে এন সি সি ব্যাংকের শীর্ষ কর্তাদের মতবিনিময় ।

| মার্চ 17, 2023 | 0 Comments

প্যারিস,ফ্রান্স: বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের দেশে অর্থ প্রেরনে উদ্ভুদ্ধ করতে ইউরোপের চারটি অন্যতম প্রবাসী অধ্যুষিত দেশের রাজধানী লন্ডন , রোম ও মাদ্রিদ সফরের পর গতকাল বুধবার সন্ধ্যা প্যারিসের পোর্ট দ্যা পন্থার হোটেল মারকুইর’র হল রোমে এন সি সি ব্যাংক বাংলাদেশের উদ্যোগে মিট দ্যা এন আর বি নামে একটি সভার আয়োজন করা হয় । এন সি সি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও রেমিটেন্স এন্ড প্রবাসী শাখার প্রধান এম ডি মাহফুজুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ফ্রান্সস্হ বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা , এন সি সি ব্যাংকের চেয়ারম্যান এম ডি আবুল বাশার সম্মানিত অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ব্যাংকের পরিচালক এস এম আবু মহসিন , ব্যবস্হাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশিদ ও এন সি ই মানি এক্সচেঞ্জের চেয়ারম্যান ইকরাম ফরাজী । অনুষ্ঠানের আমন্ত্রিত অথিতিদের মধ্যে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম , ইউরো বাংলা বিজনেস এসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম . ব্যবসায়ী নেতা মেহমুদ আলম , ফ্রান্স আওয়ামী সহসভাপতি সৈয়দ ফয়সল ইকবাল হাসেমী ও ব্যবসায়ী নেতা শাহীন আরমান চৌধুরী , তরুন ব্যবসায়ী নেতা ও কমিউনিটি ব্যক্তিত্ব মিল্টন সরকার , ই পি এস ফ্রান্সের সভাপতি এলান খান চৌধুরী প্রমুখ । অন্যানের মধ্যে উপস্হিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কমার্সিয়াল কাউন্সিল মিজানুর রহমান ও বাংলাদেশ দূতাবাসের দুতালয় প্রধান মোঃ ওয়ালিদ বিন কাশিম । সভা বক্তারা ব্যাংকিং চ্যানেলে বিভিন্ন সমস্যাবলী ও তার প্রতিকার তুলে ধরেন । রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা বলেন , অবৈধ চ্যানেলে লেনদেনের ফলে আপনি অপরাধ কে প্রশয় দিচ্ছেন ও নিজেও অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছেন । তিনি দেশের অর্থনীতিতে গতিশীল রাখেন প্রবাসীদের বৈধ পথে অর্থ প্রেরনের জন্য আহবান জানান । প্রবাসীদের দাবী প্রেক্ষিতে রাষ্ট্রদূত বলেন দেশে গিয়ে যদি কেউ বিমানবন্দরের লাঞ্চনার শিকার হন যদি আপনারা লিখিত আকারে দূতাবাসে অভিযোগ করেন তাহলে আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যেম ব্যবস্হা নিবো । এন সি সি ব্যাংকের চেয়ারম্যান বলেন ফ্রান্স প্রবাসীরা ২০-২১ অর্থবছরে রেমিটেন্স প্রেরনে ১৪ নাম্বারে ২১-২২অর্থবছরে ১৩ নাম্বারে এবং চলতি অর্থবছরে ১২ নাম্বারে স্হানে অবস্হান করছে । তাই আমরা বৈধ চ্যানেলে অর্থ প্রেরনে ফ্রান্স প্রবাসীদের উদ্ভুদ্ধ করতে এখানে এসেছি । বর্তমানে দেশকে এগিয়ে নিতে প্রবাসীদের ভূমিকা সবচেয়ে বেশী । কারন বর্তমান রিজার্ভের ৬৬% আসে রেমিটেন্স থেকে । অনুষ্ঠানের শেষে আগত অতিথিদের সম্মানের ডিনারের আয়োজন করা হয় ।সার্বিক তত্ববধানের দ্বায়িত্ব ছিলেন মানিগ্রামের ফ্রান্সের কমার্শিয়াল সোহরাব হোসেন সাগর ও এন সি সি ব্যাংকের স্হানীয় প্রতিনিধি কুতুব উদ্দিন সোহেল ।

Category: 1stpage, Community France, Community news 1st page, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply