• ৭ অগ্রহায়ণ ,১৪৩১,21 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফ্রান্সে নির্মিত প্রথম স্থায়ী শহীদ মিনার আন্তর্জাতিক চক্রান্তের শিকার বলে দাবি সংবাদ সম্মেলনে।

| জানুয়ারী 4, 2024 | 0 Comments

প্যারিস, ফ্রান্স:
ফ্রান্সের তুলুজে নির্মিত প্রথম স্থায়ী শহীদ মিনার নির্মাণের ৩ বছর পর একটি আন্তর্জাতিক মহল চক্রান্তে লিপ্ত হয়েছে। নির্মাণের সাথে সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গকে আইন আদালতের হুমকি দিয়ে উকিল নোটিশ পাঠিয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, শহীদ মিনারের স্বত্বাধিকারীর বিনা অনুমোতিতে বেআইনিভাবে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে।

আয়েবা সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা

এবিষয়ে প্যারিসের আয়েবা সদর দপ্তরে ৩ জানুয়ারি বুধবার বিকেলে এক জরুরী সংবাদ সম্মেলনে স্থায়ী শহীদ মিনারের উদ্যোক্তারা এসব তথ্য জানিয়েছেন।


গত ১৮ জুলাই ২০২৩ ইং সালে তুলুজের মেয়র জন লুক মুদেনকে এ ব্যাপারে স্বত্বাধিকার দাবি করে বাদী হয়ে অবহিত করেন জনৈক দো ব্রোন গ্রেগয়ার। যিনি ভাস্কর নভেরা আহমেদের স্বামী। তিনি শহীদ মিনারের মালিকানা দাবি করে উদ্যোক্তাদের বিরুদ্ধে মামলার হুমকি ও আপত্তিকর উকিল নোটিশ পাঠিয়ে বিভ্রান্তের অপচেষ্ঠা করছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। পরবর্তীতে একই ব্যাক্তি শহীদ মিনারের উদ্যোক্তা ফখরুল আকম সেলিমকে একইভাবে গত ১৫ ডিসেম্বর উকিল নোটিশ পাঠান।


এরই প্রতিবাদে প্যারিসে আয়েবা সদর দপ্তরে সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন, বাংলাদেশী কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজের সভাপতি ফখরুল আকম সেলিম এবং অল ইউরোপীয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ।

এসময় তারা বলেন, শহীদ মিনার আমাদের বাঙ্গালীর সংগ্রাম, শোক, শপথ ও স্বাধীন সার্বভৌমত্বের প্রতীক। তুলুজে স্থায়ী শহীদ মিনার প্রতিষ্ঠার দীর্ঘ ৩ বছর পর ভাষ্কর নভেরা আহমেদর স্বামী উল্লেখ করে যিনি শহীদ মিনারের একক মালিকানা দাবি করে উকিল নোটিশ পাঠিয়েছেন তার উদ্দেশ্য কি? তার পেছনে আন্তর্জাতিক কোন চক্রান্ত রয়েছে কি না তা খতিয়ে দেখছেন বলে বক্তারা জানান। শহীদ মিনার ও বাংলাদেশের বিরুদ্ধে যে কোন ধরনের অপশক্তি, চক্রান্ত রুখে দিতে বাংলাদেশী কমিউনিটি বদ্ধ পরিকর বলে তারা উল্লেখ করেন। তারা আরও বলেন, বিশ্বব্যাপী শহীদ মিনার নির্মানের প্রক্রিয়ায় আমাদের সহযাগীতা অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, ফ্রান্স আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আবুল কাশেম, উপদেষ্ঠা সালেহ আহমদ চৌধুরী, আয়েবার যুগ্ম মহাসচিব শরীফ আল মমিন, সাংগঠনিক সম্পাদক টি এম রেজা, সহকারী ট্রেজারার তাপস বড়ুয়া রিপন, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক স্বপন, বাংলাদেশী কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজ ফ্রান্সের সিনিয়র সহসভাপতি তাজিম উদ্দিন খোকন, সাধারন সম্পাদক শাকের চৌধুরী প্রমূখ।

Category: 1stpage, Community France, Community news 1st page, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ, প্রচ্ছদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply