প্যারিসে বিসিএফের রি-ইউনিয়ন ও কৃতি শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠিত।
শাবুল আহমেদ, প্যারিস
বর্ণিল আয়োজনে ফ্রান্সের সামাজিক সংগঠন বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ)এর রি-ইউনিয়ন ও কৃতি শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় প্যারিসের একটি হলে ষষ্ঠ বারের মতো আয়োজিত এ অনুষ্ঠানকে কেন্দ্র করে ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় মুখরিত হয়ে ওঠেছিল।
জহিরুল রানা ও তানিয়া রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিসিএফের প্রেসিডেন্ট এমডি নূর।
অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের মিশন উপপ্রধান কাজী এহসানুল হক, ডিফেন্স এটাসি ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান ও দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।
আনন্দ-উচ্ছ্বাস আর ভালবাসায় ফ্রান্স প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে বাক, লিসন্স, মাস্টার্স এবং পিএইচডি পর্যায়ে মোট ২১ জন নিবন্ধিত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট দেয়া হয়।
এছাড়া অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশীদের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য হাসনাত জেহান (লাইফটাইম এচিভমেন্ট), আরিফ রানা-কুমকুম সৈয়দা (সংস্কৃতি), মিয়া মাসুদ (উদ্যোক্তা), আরশী বড়ুয়া (উদীয়মান বেহালা বাদক), মোজাম্মেল হোসেন (বিসিএফ সেরা কর্মী) ও জহিরুল রানাকে (সেরা উপস্থাপক) সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে সংগীত গান করেন মৌসুমী চক্রবর্তী ও সোমা দাস। কোরিওগ্রাফার জিএম শরীফুল ইসলামের পরিচালনায় নৃত্য পরিবেশন করেন অমৃতা রায়, ছায়া দাস, মল্লিকা রানী বোস ও প্রিয়তা বড়ুয়া।
Category: 1stpage, Community France, Community news 1st page, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ