• ৫ জ্যৈষ্ঠ ,১৪৩২,19 May ,2025
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

সিস(SIS) সমস্যা সমাধানে দায়িত্ব প্রাপ্ত কর্তৃপক্ষের সাথে আয়েবার আলোচনার উদ্যোগ

| এপ্রিল 28, 2025 | 0 Comments

আয়েবার ১২ বছরের সফল যাত্রা এবং ইউরোপে নিরাপত্তাব্যবস্থায় নতুন উদ্যোগ সিস নিয়ে দায়িত্ব প্রাপ্ত কর্তৃপক্ষের সাথে আলোচনা প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে সংগঠনটির সদর দপ্তর প্যারিসে ২৭ এপ্রিল রবিবার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা) ইউরোপজুড়ে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটির ১২ বছরের সফল যাত্রায় সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে প্রবাসীদের মধ্যে সংহতি, সহযোগিতা ও প্রতিনিধিত্ব নিশ্চিত করার এক অনন্য নজির স্থাপন করেছে আয়েবা।

দীর্ঘ এই পথচলায় এবার আয়েবা ইউরোপের বর্তমান নিরাপত্তা ও অভিবাসন পরিস্থিতিকে সামনে রেখে নতুন ও সময়োপযোগী একটি উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের কেন্দ্রে রয়েছে সিকিউরিটি শেনজেন ইনফরমেশন সিস্টেম (SIS), যা ইউরোপের অন্যতম বৃহত্তম ও সর্বাধিক ব্যবহৃত তথ্য বিনিময় ব্যবস্থা।

এ ব্যবস্থার মাধ্যমে অনিবন্ধিত অনেক অভিবাসী, বিশেষ করে বাংলাদেশি প্রবাসীরা নানা ধরনের আইনি জটিলতা ও হয়রানির শিকার হচ্ছেন। অনেকে অজান্তেই বিভিন্ন দেশের আইনগত প্রক্রিয়ায় জড়িয়ে পড়ছেন, যার ফলে মানবাধিকার লঙ্ঘনের শঙ্কাও দেখা দিয়েছে।

আয়েবার পক্ষ থেকে SIS সমস্যা সমাধানে জোরালোভাবে দাবি জানানো হয়েছে, বিশেষ করে ফ্রান্স, ইতালি, পর্তুগাল ও স্পেনের দায়িত্বপূর্ণ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চলছে এবং আয়েবা ডেলিগেশন অচিরেই তাদের সাথে সরাসরি আলোচনায় বসবে।

আজ আয়েবার প্রেসিডেন্ট ড. জয়নুল আবেদীনের নির্দেশনায় মহাসচিব কাজী এনায়েত উল্লাহর নেতৃত্বে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বার্তা তুলে ধরা হয়। আয়েবা আশা করে, সংশ্লিষ্ট ইউরোপীয় দেশসমূহ এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে এবং ইউরোপপ্রবাসী বাংলাদেশিদের বর্তমান সংকট সমাধানে বিশেষ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ, সহসভাপতি ফকরুল আকম সেলিম (ফ্রান্স) এবং মাহারুল ইসলাম মিন্টু (স্পেন), বিজনেস অ্যাফেয়ার্স সেক্রেটারি সুব্রত ভট্টাচার্য শুভ, নির্বাহী সদস্য আজহার কবির বাবু, এমদাদুল হক স্বপন প্রমুখ।

সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভায় অনলাইন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Category: 1stpage, Community France, Community Italy, Community Portugal, Community Spain, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ, প্রচ্ছদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply