• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

সুইস ব্যাংক একাউন্ট কেলেঙ্কারীর পর ফরাসি বাজেট মন্ত্রীর পদত্যাগ

| মার্চ 20, 2013 | 0 Comments

ইউরোবিডি সংবাদ: Jerome Cahuzac – যিনি ফরাসি বাজেটমন্ত্রী তার সুইস অ্যাকাউন্ট নিয়ে কলঙ্ক সরকারের জন্য একটি মাথা ব্যাথা হয়ে দাড়িয়েছে।

ফরাসি বাজেট মন্ত্রী Jerome Cahuzac-  মঙ্গলবার পদত্যাগ করেছেন। প্রসিকিউটরগণ তার গোপন সুইস ব্যাংক একাউন্ট তদন্ত করেন।

বুধবার জেনেভা প্রসিকিউটরগণ বলেন,  ফরাসি করফাঁকি অনুসন্ধান দল এ ব্যাপারে তাদের সাহায্য চেয়েছে।

জেনেভা কর্তৃপক্ষ বুধবার সকালে নিশ্চিত করে যে,  ফরাসি পাবলিক প্রসিকিউটরগণ তাদের সহযোগিতার জন্য অনুরোধ জানিয়েছে,

কেননা রাষ্ট্রপতি হিসাবে ফ্রঁসোয়া ওলাদ সরকারের এটি প্রথম কেলেঙ্কারীর ঘটনা।

ইউরোপ মন্ত্রী বার্নার্ড সেজেনুভকে , Cahuzac-এর জায়গায় বাজেটমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে যার একটি প্রধান লক্ষ্য হল, করফাঁকি বন্ধ করা।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply