• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের প্রতি শেষশ্রদ্ধা জানাচ্ছে জাতি

| মার্চ 21, 2013 | 0 Comments

The Car Carrying Deadbody Of Zillur Rahman

Eurobd24news (Dhaka Desk): প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রতি অস্থায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ বিশিষ্টজনদের শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বঙ্গভবন। বৃহস্পতিবার পৌনে তিনটায় নারী-পুরুষ, সব বয়সী মানুষ প্রয়াত রাষ্ট্রপতি  জিল্লুর রহমানের মরদেহে শেষবারের মতো শ্রদ্ধা জানানোর জন্য জড়ো হয়েছেন বঙ্গভবনে।
বঙ্গভবনের একপাশ দিয়ে প্রবেশ করে শেষ বারের মতো শ্রদ্ধা জানিয়ে আরেক পাশ দিয়ে বের হওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। রাষ্ট্রপতির মরদেহের পাশে সার্বক্ষণিক রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও প্রয়াত রাষ্ট্রপতির ছেলেমেয়েরা।

বৃহস্পতিবার বেলা ১২টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট রাষ্ট্রপতির মরদেহ নিয়ে সিঙ্গাপুর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে রাষ্ট্রীয় মর্যাদায় রাষ্ট্রপতির কফিন নিয়ে যাওয়া হয় বঙ্গভবনে।

লাল-সাদা ফুলে সাজানো সেনাবাহিনীর একটি পিকআপ জিল্লুর রহমানের কফিন নিয়ে বেলা ১টা ৪ মিনিটে বঙ্গভবনে পৌঁছায়।

এরপর মেজর জেনারেল ও তদোর্ধ্ব পদ মর্যাদার দশজন সেনা কমকর্তা লাল গালিচার ওপর দিয়ে জাতীয় পতাকায় মোড়ানো কফিনিটি নিয়ে যান বঙ্গভবনের উত্তর অংশের শোক বেদীতে।

সেখানে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ও রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রতি সশস্ত্র সালাম জানানো হয়। এ সময় বেদীর বাম পাশে সেনা নৌ ও বিমানবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রিসভার সদস্য, রাষ্ট্রপতির পরিবারের সদস্য, আওয়ামী লীগ নেতা ও শীর্ষ রাজনীতিকরা বেদীর ডান দিকে অবস্থান করছিলেন।

জাতীয় পাতাকা, রাষ্ট্রপতির পতাকা, সশস্ত্র বাহিনী বিভাগের পতাকা এবং তিন বাহিনীর পতাকা হাতে মাঝে দাঁড়ানো ছিলেন সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল।

গার্ড অব অনারের পর অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফুল দিয়ে রাষ্ট্রপতির প্রতি শেষ শ্রদ্ধা জানান। তারপর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে ডেপুটি স্পিকার শওকত আলীর পক্ষে চিফ হুইপ আব্দুস শহীদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালেয়ের প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম এবং তিন বাহিনীর প্রধান এবং কূটনৈতিক কোরের ডিন রাষ্ট্রপতির কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

বেলা আড়াইটার পর বঙ্গভবনের ফটক খুলে দেয়া হয় সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য,

রাষ্ট্রপতির ছেলে সাংসদ নাজমুল হাসান ও পরিবারের অন্য সদস্যরাও একই বিমানে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন।

Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর, প্রচ্ছদ, ব্রেকিং নিউজ, রাজনীতি, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply