• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

রাষ্ট্রপতি জিল্লুর রহমানের লাশ আজ সমাহিত করা হবে

| মার্চ 22, 2013 | 0 Comments

Deadbody Of Zillur Rahman

Eurobd24news (Dhaka Desk): রাষ্ট্রপতি  মো. জিল্লুর রহমানের লাশ গতকাল সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হয়েছে। রাষ্ট্রপতির লাশ গতকাল ঢাকায় পৌঁছলে তার প্রতি গভীর ভালোবাসা ও শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।

মরহুম রাষ্ট্রপতির কফিন বহনকারী বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর জাতীয় পতাকায় মোড়ানো তার কফিনটি গ্রহণ করে সামরিক বাহিনী। একই বিমানে করে দেশে ফেরেন জিল্লুর রহমানের ছেলে সংসদ সদস্য নাজমুল হাসান পাপন ও পরিবারের অন্য সদস্যরা।

আট সেনা কর্মকর্তা লাল গালিচার ওপর দিয়ে কফিনটি বিমানবন্দরের অস্থায়ী শোক বেদিতে রাখেন।

সেখানে প্রথমে অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানান। এরপর দলের পক্ষ থেকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ অন্য নেতারা শ্রদ্ধা জানান।

বিমানবন্দরে মন্ত্রিপরিষদ সদস্যরা, তিন বাহিনীর প্রধান ও শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন। এরপর সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতির প্রতি সম্মান জানায়।

The Car That Carrying The Dead body Of Honorable President

আজ সকালে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে রাষ্ট্রপতির লাশ তার জন্মস্থান কিশোরগঞ্জের ভৈরবে নেয়া হবে। ভৈরবের আসমত আলী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে জিল্লুর রহমানের প্রথম জানাজা। এরপর তার লাশ আবার ঢাকায় এনে বঙ্গভবনে রাখা হবে। সেখানে বিদেশি মিশনের কূটনীতিকরা মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। বেলা আড়াইটায় জাতীয় ঈদগায় মরহুমের দ্বিতীয় ও শেষ জানাজা অনুষ্ঠানের পর বিকাল ৪টায় বনানী কবরস্থানে স্ত্রী আইভী রহমানের করবে তাকে সমাহিত করা হবে।

Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর, প্রচ্ছদ, ব্রেকিং নিউজ, রাজনীতি, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply