হুগো শ্যাভেজের নামে প্যারিসের সড়কের নামকরণকে- ” না ”
ইউরোবিডি২৪নিউজঃ এই মাসের শুরুর দিকে, ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হুগো শ্যাভেজ এর মৃত্যুর পর
ফরাসি রাজধানীর বামপন্থী রাজনীতিবিদদের দ্বারা একটি প্রস্তাবনা দেয়া হয় যেন প্যারিসের একটি সড়কের নাম হুগো শ্যাভেজের নামানুসারে “হুগো শ্যাভেজ স্ট্রিট” রাখা হয়। তবে, সোমবার প্যারিস সিটি কাউন্সিলের সভায় এ প্রস্তাবনাকে ভেটো দেয়া হয়।
প্রাক্তন ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হুগো শ্যাভেজ তিন সপ্তাহ আগে যান। সড়ক নামকরণের ব্যাপারটিতে যদিও কিছু রাজনীতিবিদ চুপ থাকা পছন্দ করেছেন, অন্যরা একটি রাস্তাকে শ্যাভেজ এর সম্মানে নামকরণের জন্য গোলমাল করছেন।
প্যারিস সিটি কাউন্সিলের একটি সভায়, ড্যানিয়েল সিমনেট যিনি একটি জোট কমিউনিস্ট পার্টি এবং বামপন্থী দলের একজন সদস্য, তাঁর মতে, “শ্যাভেজ, ফ্রান্সের রাজধানীর মধ্যে স্মরণীয় হয়ে থাকার মত যোগ্য ব্যাক্তি।”
কিন্তু প্যারিস সিটি কাউন্সিলের অন্যান্য সদস্যগণ দৃশ্যত সিমনেটের সঙ্গে একমত ছিলেন না এবং পরিশেষে তারা এই প্রস্তাবটি বাতিল করার সিদ্ধান্ত নেন।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, ব্রেকিং নিউজ, রাজনীতি, শীর্ষ সংবাদ