নতুন ছয়টি ধূমকেতু
সৌরজগতের বাইরে অনেক দূরে অবস্থিত নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে এমন আরও ছয়টি ধূমকেতুর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা ।এ থেকে ধারণা করা হচ্ছে, পৃথিবীর ছায়াপথে অসংখ্য ধূমকেতু রয়েছে। বিজ্ঞানীদের ধারণা, এগুলো নিয়ে গবেষণায় গ্রহের সৃষ্টি এমনকি প্রাণ এবং পানির উত্স সম্পর্কে তথ্য পাওয়া যাবে ।এধরণের ধূমকেতু বা এক্সোকমেটের প্রথম সন্ধান পাওয়া যায় ১৯৮৭ সালে ।গত সোমবার আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির বৈঠকে জ্যোতির্বিদ ব্যারি ওয়েলস নতুন ছয়টি ধূমকেতুর বর্ণনা দেন । আমাদের পরিচিত ধূমকেতুগুলোর মধ্যে হ্যালি ধূমকেতু ৭৫ বছর পরপর পৃথিবীর কাছ দিয়ে ছুটে যায়। দুরবর্তী নক্ষত্রকে কেন্দ্র করে এটি দীর্ঘ পথে ঘুরছে।ঘুরতে ঘুরতে এতে যুক্ত হয় গ্যাসসহ মহাশুন্যে ভাসমান বিভিন্ন উপাদান।আবার নক্ষত্রের কাছাকাছি গেলে মহাকর্ষ শক্তির প্রভাবের কারণে নানা উপাদান হারাতে হয় এই ধূমকেতুকে।ধারণা করা হয়, ধূমকেতু সৌরজগত্ গঠনে গুরুত্বপূর্ণ।
Category: তথ্যপ্রযুক্তি