ফ্রান্সে মুসলমান মহিলাদের হিজাব্ পরার উপর নিষেধাজ্ঞা
ইউরো সংবাদ: উত্তর প্যারিসের লি বরগেটে ফ্রান্সের সর্ববৃহত্ মুসলিম জনগোষ্ঠী এ সপ্তাহে স্বাক্ষাত করেছে এর কারণ ফ্রান্সের সরকার মুসলিম মহিলাদের শিক্ষা ক্ষেত্রে হিজাব পরা নিষেধ করে মুসলমানদের উপর বৈষম্য করছে।Union of Islamic organistions of France (UOIF) এর উদ্যোগে এ বৈঠক করা হয়। আশা করা হচ্ছে এ মুসলিম সম্মেলন ফ্রান্সের মুসলমানদের হিজাব্ রক্ষার্থে মূল চাবি হিসেবে কাজ করবে যদিও এ নিয়ে এখনও তর্কবিতর্ক চলছে।UOIF ও umbrella সহ ২০০ টি মুসলিম প্রতিষ্ঠান ও মিশর ,তিওনিশিয়া মধ্যপ্রাচ্য মুসলিম ব্রাদার হুড় এর নিন্দা জানায়।গতবছর সম্মেলনে ১,৬০,০০০ লোকের জমায়েত হয়েছিলো এতে সুইস্ একাডেমির তারিক রমাদানও উপস্থিত ছিলেন।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ