• ১০ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

প্যারিসে সেরা ছবির পুরস্কার জিতল বাংলাদেশের ‘শুনতে কি পাও’।

| এপ্রিল 3, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: প্যারিসে সেরা ছবির পুরস্কার জিতল বাংলাদেশের ‘শুনতে কি পাও’। ফরাসি দেশের প্রধানতম এবং ইউরোপের অন্যতম প্রামাণ্য আসরগুলোর একটি ‘সিনেমা দ্য রিলে’ ৩৫তম উৎসবের সমাপনী আসরে গত শনিবার রাতে এ পুরস্কার দেওয়া হয়। প্যারিসের বিখ্যাত জর্জ পম্পিদ্যু সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার ঘোষণা করা হয়। এর আগে এবারের আসরের মূল আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে সারা বিশ্ব থেকে বাছাইকৃত আরো ১০টি ছবির সঙ্গে আমন্ত্রণ পায় ‘শুনতে কি পাও’।
সুন্দরবনের কোল ঘেঁষে ভদ্রা নদীর পাড়ে হারিয়ে যাওয়া জমি উদ্ধারের সংগ্রামে দোদুল্যমান একটি গ্রামের গল্প নিয়ে তৈরি পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য ছবি ‘শুনতে কি পাও’। দুই বছর সময় নিয়ে চিত্রায়িত ছবিটির রচনা, পরিচালনা ও চিত্রগ্রহণ করেছেন কামার আহমাদ সাইমন এবং প্রযোজনা করেছেন সারা আফরীন। এর আগে ‘শুনতে কি পাও’ ছবিটি প্রতিযোগিতামূলক তিনটি ইউরোপীয় অনুদান পুরস্কার পায় এবং এশিয়ান ফোরাম ফর ডকুমেন্টারিতে সেরা ভাবনার স্বীকৃতি পায়। এ ছাড়া ২০১২ সালের বার্লিন চলচ্চিত্র উৎসবের বিশেষ আসর ‘বার্লিন ট্যালেন্ট ক্যাম্পাস’-এর সম্পাদনা ল্যাবে সীমিত সারা বিশ্ব থেকে আমন্ত্রিত মাত্র ৯টি ছবির মধ্যে এটি আমন্ত্রণ পায়।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply