• ১০ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

প্যারিসে সাম্প্রদায়িকতা বিরোধী সমাবেশ

| এপ্রিল 4, 2013 | 0 Comments
কমিউনিটি সংবাদ: ফ্রান্সে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা পরিষদের ফ্রান্স শাখা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। গত রবিবার বিকালে প্যারিসের আইফেল টাওয়ারের সামনে মানবাধিকার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ কখনোই একটি সাম্প্রদায়িক রাষ্ট্র ছিলো না। একটি চিহ্নিত গোষ্ঠী আজ দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর পাঁয়তারা করছে। তারা নানাস্থানে সংখ্যালঘু বিভিন্ন ধর্মীয় জাতি-গোষ্ঠীর ওপর নির্যাতন চালাচ্ছে। এসব অপকর্মের হোতাদের বিচারের সম্মুখীন ও আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারী জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধ করতে হবে। একটি অসাম্প্রদায়িক ও রাজাকারমুক্ত বাংলাদেশ আমাদের সকলের প্রত্যাশা। সরকারকে এ দাবির সঙ্গে একমত পোষণ করে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।

সমাবেশে বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিল্পী শাহাবুদ্দিন বলেন, আমরা যে লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম তা নষ্ট করার জন্যই আজ একদল দেশদ্রোহী ধর্মের লেবাস পরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। এদের বিচারের সম্মুখীন করতে হবে। পাশাপাশি সকল ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করে রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

প্রবাসী বাংলাদেশি মুকাভিনেতা পার্থ প্রতিম মজুমদার আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে বলেন, বাংলাদেশে একসময় ঘরে ঘরে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিলো। এখন স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তি কৌশলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দেশকে অস্থিতিশীল বানানোর পাঁয়তারা করছে। এদের সবার বিচার করতে হবে। সমাবেশে প্যারিসে অবস্থিত বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। সমাবেশের শুরুতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন প্যারিস প্রবাসীরা। এরপর গণসঙ্গীত ও শ্লোগানে শ্লোগানে মুখর হয়ে ওঠে পুরো চত্বর।

মানব বন্ধন ও সমাবেশে ফ্রান্সের বিভিন্ন টেলিভিশন ও সংবাদপত্রের সংবাদকর্মীদের পাশাপাশি বাংলাদেশী বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন। সমাবেশে ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরাও সংহতি প্রকাশ করেন।

Category: Community France, Community news 1st page, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply