ইউরোপীয় ইউনিয়নের সংকট মুক্তির জন্য সম্পদের ওপর কর!!!
ইউরোবিডি২৪নিউজঃ ইউরোপীয় ইউনিয়নের সংকট মুক্তির জন্য সম্পদের ওপর কর নির্ধারণের একটি প্রস্তাব উঠেছে।
জার্মান নীতি বিষয়ক উপদেষ্টাদের একটি দল বলেন যে,
দেশের ধনী নাগরিকদের ভবিষ্যতে দেশের জন্য আর্থিক অবদান রাখতে ট্যাক্স সিস্টেমের ভূমিকা দেখতে চাই।
“ফাইভ ওয়াইজ ম্যান” নামে পরিচিত এ দলটি
জার্মান চ্যান্সেলর এনজেলা মারকেলকে এ বিষয়ে সুপারিশ জানায় যে,
সম্পত্তির ওপর করের মাধ্যমে সম্ভবত সচ্ছল পরিবারগুলো দেশকে
সংকট মুক্ত করতে অবদান রাখতে পারবে।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - German, জার্মান, জার্মান, প্রচ্ছদ, শীর্ষ সংবাদ