• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফ্রান্সের অর্থনৈতীক ঘাটতি পূরণের জন্য আরও সময় দিবে ইউরোপিয়ান কমিশন!

| মে 4, 2013 | 0 Comments

ইউরো সংবাদ:-

এই শুক্রবার ইউরোপীয় অর্থনৈতীক ইউনিয়ন এর কমিশনার Olli Rehn বল্লেন ফ্রান্সকে আরও অতিরিক্ত দুইবছর সময় দেওয়া হবে ইউরোপীয় ইউনিয়নের ৩% GDP. ঘাটতি পূরণের জন্য।Rehn ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যদ্বাণী করে বলেন এই বছরই ফ্রান্সের বাজারে সাময়িক মন্দা পড়েছে এবং দেখা যাচ্ছে ঘাটতি বেড়ে ৩.৯% থেকে ৪.২% এ চলে যাচ্ছে।কমিশনের স্প্রীং অনুমান ছিল ফ্রান্সের অর্থনৈতীক উন্নয়নের পথে বৈরী এবং ফ্রান্সের বেকারত্ব বাড়তেই থাকবে এবং অনুসন্ধান অযুক্তিক।ফ্রান্সের রাষ্ট্রপতি ফ্রাঁসোয়া ওঁলাদ প্রতিশ্রুতি দেন তার সরকার এ ৩% ঘাটতি পূরণ করবে।ফ্রান্সের অর্থনৈতীক মন্দার জন্য সরকার মাঝপথে এসে তাদের লক্ষ্যে পৌছতে পারছেনা এটা ধারণা করা হচ্ছে।ইতমধ্যে ওঁলাদ সরকারের সোসালিস্ট পার্টির সদস্যরা অদম্য স্ফিহার সাথে ঘাটতি প্রতিরোদের চেষ্টা চালাচ্ছেন,এবং তারা জার্মান চ্যান্সেলর এনজেলা মরকেল এর ইউরোপীয় ইউনিয়নের কাঠিন্য বাজেট সমালোচনা এবং ইউরোপের মন্দা গোটা দক্ষিণ ইউরোপের দেশগুলো যেমন,স্পেইন,গ্রীস এবং ইটালীর মধ্যে তর্কে পৌছেছে, বহু চেষ্টা করছে অর্থনৈতীক উন্নতি পিরিয়ে আনার জন্য।ফ্রান্সের  Le monde পত্রিকায় ৩% ঘাটতি নিরসনের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন এর কাজ করে যাবে বলে বলা হয়। ফ্রান্সের অর্থমন্ত্রী Pierre Moscovici ইউরোপীয় কমিশনের অংশ হিসেবে নুতন একটা মতবাদ প্রদান করেন।

 

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, প্রচ্ছদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply