ফ্রান্সের জাতিসংঘ রাষ্ট্রদূতের বাড়ি বিক্রয় হবে!
ইউরোবিডি২৪নিউজঃ নিউ ইয়র্ক এর পার্ক অ্যাভিনিউর জাতিসংঘের ফরাসি রাষ্ট্রদূতের অ্যাপার্টমেন্ট বিক্রয় হবে বলে জানা গেছে।
জনশ্রুতি রয়েছে, ফ্রান্স তার কিছু প্রয়োজনীয় নগদ অর্থ বাড়াতে, নিউ ইয়র্কে জাতিসংঘের ফরাসি রাষ্ট্রদূতের বিলাসবহুল স্থায়ী নিবাস বিক্রি করা হবে।
জানা গেছে, ৭৪০ পার্ক অ্যাভিনিউ এর অত্যন্ত ব্যয়বহুল ডুপ্লেক্স এপার্টমেন্টটির উচ্চ পূর্ব পাশটি বিক্রি করা হবে। তবে, জাতিসংঘের ফরাসি স্থায়ী মিশন এ সম্পর্কে মন্তব্য করতে অস্বীকার করেন। এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল অ্যাপার্টমেন্ট ব্লকের মধ্যে অন্যতম।
রিয়েল এস্টেট এজেন্ট থেকে জানা যায়, অ্যাপার্টমেন্টটি আনুমানিক ৩৫ থেকে ৪০ মিলিয়ন মার্কিন ডলার বা ২৭-৩১ মিলিয়ন ইউরোর মধ্যে বিক্রি হবে।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, শীর্ষ সংবাদ