ক্যামেরুন শক্তিশালী সিরিয়া বিরোধী চায়
ইউরোবিডি২৪নিউজঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সোমবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে আলোচনায় রাজনৈতিকভাবে কিভাবে সিরিয়ার বিরোধী জোরদার করা যায় এ প্রসঙ্গে আলোচনা করবেন বলে জানায় তার এক মুখপাত্র।
ডাউনিং স্ট্রিট বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে তিন দিনের সফর করবেন এবং তার সিরিয়ার সংঘাতের ব্যাপারে শুক্রবার রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠকে যে অগ্রগতি হয়েছে সে ব্যাপারে আরও বিশদ আলোচনা করবেন।
মুখপাত্র বলেন, সিরিয়ার “রক্তাক্ত ও পাশবিক” যুদ্ধ শেষের পর এ বিষয়ে আলোচনাই ক্যামেরুন-ওবামা আলোচনায় প্রাধান্য পাবে এবং একই সাথে পরের মাসের G8 সামিটের ব্যাপারে প্রধানমন্ত্রীর প্ল্যান সম্পর্কেও আলোচনা হবে।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ -UK, প্রচ্ছদ, যুক্তরাজ্য, যুক্তরাজ্য, রাজনীতি, শীর্ষ সংবাদ