• ১০ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

“ফ্রান্সে ব্যবসায়ের নামে প্রতারণার ফাঁদ” শিরোনামে অন্য পত্রিকায় প্রকাশিত সংবাদের সত্যতার দ্বায় ইউরোবিডি24নিউজ কর্তৃপক্ষের নয়

| মে 15, 2013 | 0 Comments

ইউরোবিডি24নিউজ: গত ১০ই মে, বাংলানিউজটুয়েন্টিফোর.কম এবং দৈনিক আমাদের সময়ের অনলাইন সংস্করণে “ফ্রান্সে ব্যবসায়ের নামে প্রতারণার ফাঁদ” শিরোনামে যে সংবাদ পরিবেশন করা হয়েছে, তার সত্যতার দায়ভার ঐ সংবাদ মাধ্যম দুটির। এই সংবাদের দায় কোন অবস্থাতেই ইউরোবিডি24নিউজ কর্তৃপক্ষের নয়।

সংবাদটি যেহেতু ইউরোবিডি24নিউজ এর কোন নিজস্ব রিপোর্ট বা প্রতিবেদন নয় তাই এই রিপোর্ট বা প্রতিবেদনের সাথে ইউরোবিডি24নিউজ কর্তৃপক্ষের কোন সংশ্লিষ্টতা নেই।

সংবাদটি শুধুমাত্র ফ্রান্স বাংলা কমিউনিটির সাথে সংশ্লিষ্ট হবার কারণে ও পেশাগত দায়িত্ব পালনে ইউরোবিডি24নিউজ কর্তৃপক্ষ, বাংলানিউজটুয়েন্টিফোর.কম এর বরাত দিয়ে সংবাদটি প্রকাশ করেছে।

ইউরোবিডি24নিউজ কর্তৃপক্ষ সংবাদটি নজরে আসার পর কমিউনিটির স্বার্থে প্রতিবেদন/ রিপোর্টে উল্লেখিত ব্যাক্তির সাথে যোগাযোগ করে এবং তার বক্তব্যও প্রকাশ করে। যেহেতু, রিপোর্টে ইউরোবিডি24নিউজ এর নিজস্ব কোন বক্তব্য উপস্থাপিত হয়নি তাই রিপোর্টটির দায় কোনভাবেই ইউরোবিডি24নিউজ কর্তৃপক্ষের উপর বর্তায় না।

এদিকে, গত ১৪ই মে, বাংলানিউজটুয়েন্টিফোর.কম এ উক্ত সংবাদের যে প্রতিবাদ প্রকাশ করা হয়, সেই প্রতিবাদটিও বাংলানিউজটুয়েন্টিফোর.কম এর বরাত দিয়ে ইউরোবিডি24নিউজ কর্তৃপক্ষ সমান গুরুত্ব দিয়ে প্রকাশ করে।

এতদসত্ত্বেও, ইউরোবিডি24নিউজ কর্তৃপক্ষ অত্যন্ত উদ্বিগ্নের সাথে লক্ষ্য করছে যে, কমিউনিটির এই নাজুক সময়কে কাজে লাগিয়ে একটি বিশেষ স্বার্থান্বেষী  ও সুযোগ সন্ধানী মহল উল্লেখিত দুই পত্রিকায় প্রকাশিত সংবাদটির দায় ইউরোবিডি24নিউজের উপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছে যা কিনা ইউরোবিডি24নিউজের নিরপেক্ষতা ও সুনাম বিনষ্ট করছে।

               ইউরোবিডি24নিউজ কমিউনিটির পত্রিকা।কমিউনিটির সেবাই এই সংবাদ মাধ্যমের একমাত্র লক্ষ্য।  তাই, কমিউনিটির স্বার্থে সকলকে এই বিষয়ে সজাগ ও সতর্ক থাকার আহবান জানানো যাচ্ছে এবং পাশাপাশি যারা এই ধরনের ঘৃণ্য ও হীনমন্য বিভ্রান্তিকর বেআইনি  কাজে লিপ্ত হয়ে ইউরোবিডি24নিউজের নিরপেক্ষতা ও সুনাম বিনষ্টের অপচেষ্টা করছে,  তাদের এই ধরনের কাজ থেকে বিরত থাকতে বলা হচ্ছে।

                                                                                      ————————————————————– ইউরোবিডি24নিউজ কর্তৃপক্ষ

Category: Community France, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply