মহাসেনের তান্ডবের ভিতরে ঝালকাঠীর কাঠালিয়ায় দোকানে আগুন।
ফয়সাল হক, কাঠালিয়া, ঝালকাঠী :১৬-০৫-২০১৩ ইং- যখন মহাসেনের প্রভাবে কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হচ্ছিল, গাছপালা ভেংগে যাচ্ছিল ঠিক সেই সময় আগুন লেগে পুড়ে যায় দোকানের মালামাল।
ঝালকাঠীর কাঠালিয়া থানার মরিচ বুনিয়া বাজারে একটি দোকানে আজ সকাল বেলা আগুন লেগে পুড়ে যায় মালামাল। বৃষ্টি আর স্থানীয় মানুষের সহযোগীতায় আল্লাহর অশেষ রহমতে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পায় বাজারটি। কারন দোকানগুলো সারিবদ্ধ ভাবে পাশাপাশি থাকার কারনে আগুনের ঝুকির মাঝে ছিল পুরো বাজারটি।
হত দরিদ্র দোকানদার নুরুল ইসলাম গতকাল রাতে দোকানের ভিতরে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে ছিল। সকাল বেলা ঘুম থেকে উঠে তিনি বাড়ী চলে যায়। এ সময়ে কয়েল জ্বলতেছিল। আগুনের সূত্রপাত ঘটে এখান থেকেই।
সকালে স্থানীয় দোকানদাররা হঠাৎ করে ঐ দোকনটিতে আগুন দেখতে পেয়ে তাঁরা সম্মিলিত ভাবে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে পুড়ে যায় দোকানটির মালামাল।
নুরুল ইসলাম জানান, মাত্র চার মাস আগে তাঁর সর্বস্ব পুঁজি বিনিয়োগ করে তিনি এই ছোট দোকানটি করেছিল।
এদিকে এলাকায় মহাসেনের তান্ডবে এখন পর্যন্ত কোন প্রানহানীর খবর পাওয়া না গেলেও ঘরবাড়ী, গাছপালা, রাস্তাঘাট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়।
Category: দেশের খবর