প্রথম বাংলাদেশী নারী সীমা দাসের ইতালীতে মিউনিসিপ্যাল নির্বাচন ২০১৩ তে অংশ গ্রহন
কমিউনিটি সংবাদ : ইতালীতে এই প্রথমবারের মত বাংলাদেশী নারী সীমা দাস চৌধুরী কমুনিষ্ট পার্টি হতে মিউনিসিপ্যাল নির্বাচন ২০১৩ তে অংশ গ্রহন করতে যাচ্ছে।
গত ১৭ মে শুক্রবার রোমের তরপিনাত্তারায় পি.সি.আই হলে সংবাদ সম্মেলনে আগামী ২৬-২৭ মে মিউনিসিপ্যাল নির্বাচনে পূরাতন ৬,৭ নং মিলিয়ে বর্তমান ৫ নং থেকে আসন্ন নির্বাচনে স্থানীয় কমুনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক, ফ্রানসেসকো আনুষ্ঠানিক ভাবে সীমা দাস চৌধুরীর নাম ঘোষনা করেন।
এসময় সীমা দাস চৌধুরী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, জয় বিজয় যাই হই না কেন, আমি অবশ্যই বিদেশীদের অধিকার আদায়ের জন্য কাজ করে যাব।
এবং তিনি বলেন, ইমিগ্রেশন সংক্রান্ত অধিকার, শিশুদের জন্মগত নাগরিক অধিকার, বাসস্থান সহ যেকোন অধিকার আদায়ের জন্য সচেষ্ট থাকবেন।
আসন্ন এই নির্বাচনে ৫নং কমুনে ছাড়াও কমুনে দি রোমা’তে বসবাসকারী যে সকল ইতালীয় এবং যারা পার্সর্পোটধারী প্রবাসী রয়েছে তারাই শুধু ভোট প্রদান করতে পারবেন।
সংবাদ সম্মেলনে আরো দুই জন প্রার্থী উপস্থিত ছিলেন, তারা নিজেকে এবং সাথে সীমা দাস চৌধুরীকে ভোট দেয়ার জন্য সবাইকে অনুরোধ করেন।
Category: Community Italy, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ