• ৭ অগ্রহায়ণ ,১৪৩১,21 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

১৯৮৭ সালের পর এই বছরই ফ্রান্সে রেকর্ড চরম ঠাণ্ডা আবহাওয়া!!!

| মে 26, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ শনিবার আবহাওয়া পর্যবেক্ষকগণ জানান, এই বছর ১৯৮৭ সালের পর আবারও ফ্রান্সের আবহাওয়া চরম ঠাণ্ডা পড়েছে ও তা অসহনীয় হয়ে উঠেছে। প্যারিসে শুক্রবার সকালের তাপমান এতোটাই নিচে নেমে গিয়েছিল যে এটা ১৯৮৭ সালের পর সবচাইতে কম তাপমাত্রা।

সাধারণত মার্চের শুরু থেকে মে মাসের শেষ পর্যন্ত বসন্ত হিসেব করা হয়। যদিও এটা এখনও শেষ হয় নি তবুও Météo ফ্রান্স আবহাওয়া পূর্বাভাস সার্ভিস অনুমান করছে যে, গত ২৬ বছরের মধ্যে সবচেয়ে ঠাণ্ডা, এবং গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বৃষ্টিবহুল বৎসর হবে এটি।

প্যারিসে শুক্রবার সকালে প্রথম দিকে তাপমাত্রা ছিল ৩.৭ ° সেলসিয়াস যা ১৯৮৭ সালের পর থেকে সর্বনিম্ন তাপমাত্রা এবং জাতীয় গড় তাপমাত্রা ছিল ৫.০ ° সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার নিচে।

শিলাবৃষ্টি দ্বারা সৃষ্ট একটি দুর্ঘটনায় শনিবার দুই মোটর গাড়ি চালক গুরুতরভাবে আহত হয়েছে।

পুরো পশ্চিম ইউরোপ গত তিন সপ্তাহ ধরে এ মৌসুমবিহীন  ঠান্ডা আবহাওয়া সহ্য করছে।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply