বেলজিয়ামের সম্ভাব্য জরিমানা থেকে মুক্তি!
ইউরোবিডি২৪নিউজঃ শনিবারের একটি সংবাদ সম্মেলনে জানান হয়, বাজেট ঘাটতি লক্ষ পূরণে ব্যর্থ হওয়ায় বেলজিয়ামকে ইউরোপীয় কমিশনের কাছে কঠোর জবাবদিহিতা করতে হতে পারে তবে ইউরোপীয় কমিশন বেলজিয়ামকে এ জন্য কোন জরিমানা করছে না।
বাণিজ্যিক একটি পত্রিকা তার সংবাদে জানায়, “বেলজিয়াম স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে”।
এখন ইউরোপীয় কমিশনের একমাত্র লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক ও বাজেট লক্ষ্যমাত্রার দিক থেকে ইউরোপীয় দেশগুলোকে সামঞ্জস্যপূর্ণ রাখা।
পত্রিকাটি আরও যোগ করে, “বেলজিয়াম ইউরোপীয় জরিমানা থেকে অব্যাহতি পাবে”।
ইউরোপীয়ান কমিশনের নির্বাহীগণ চাচ্ছেন ২০১৩ ও ২০১৪ সালে বেলজিয়ান জিডিপির যথাক্রমে ১ ও ০.৬ শতাংশ কর্তন হোক।
পত্রিকাটি আরও জানায়, “কমিশনটি বেলজিয়ামকে অন্যান্য দেশের চেয়ে বেশি আধিক্য না দেয়ার ব্যাপারে যথেষ্ট সচেতন।”
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - Belgium, প্রচ্ছদ, বেলজিয়াম, বেলজিয়াম, শীর্ষ সংবাদ