প্যারিসে গ্রান্ড সিলেট ফাইভস্টার হোটেল কর্তৃপক্ষের মতবিনিময়

সভায় বিজনেস সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রধান কালে তরুন ব্যাবসায়ী গ্লোবাল এসেট লিমিটেঢ এর চেয়ারম্যান আহমদ জাকারিয়া বলেন আমি ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটির আত্মিয়তায় অত্যন্ত মোগ্ধ।আমার আজকে অনেক ভাল লাগতেছে ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটি লন্ডনের বাংলা কমিউনিটির মত এগিয়ে চলছে।এখানে আসলে শুধু ব্যবসা পরিকল্পনা নিয়ে নয়-আসছি মুলত আপনাদের সাথে গল্প করতে।গ্রান্ড সিলেট ফাইভ স্টার হোটেল শুধু একটা ব্যবসায়ীক প্রতিষ্টান নয় এর মাধ্যমে আমরা বাংলাদেশে পর্যটক আকৃষ্ট করতে পারি যা বাংলাদেশকে বহিঃবিশ্বে পর্যটক নগরি হিসাবে পরিচিতি লাভ করতে সাহা্য্য করবে।আমাদের দেশের নৈস্বর্গিক দৃশ্য কে পৃথিবিতে পরিচিত করতে ইউরোপিয়ান পর্যটক দের কে আকৃর্ষ্ট করতে হবে আর সে জন্য চাই পর্যটক দের জন্য মন মাতানো পরিবেশ ও থাকার সুব্যবস্তা।আমি বিশ্বাস করি গ্রান্ড সিলেট হোটেল বাংলাদেশের পর্যটন শিল্পে অত্যন্ত গুরুত্বপুর্ন ভুমিকা পালন করবে।আগামী ডিসেম্বরে সিলেটে নির্মিত এই ফাইভ স্টার হোটেলের উদ্ধোধনে আপনাদের সবাইকে আমন্ত্রন জানাচ্ছি।
সভায় সমাপনি বক্ত্যব্যে ব্যবসায়ীক নেতা ও সংগঠক হেনু মিয়া গ্রান্ড সিলেট প্রজেক্টের প্রশংসা করে বলেন এ রকম প্রজেক্টের মাধ্যমে প্রবাসীরা বাংলাদেশ প্রেমের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে এ ধারাবাহিকতা আমরা প্রবাসীরাই টিকিয়ে রাখতে পারি।তিনি গ্রান্ড সিলেট কতৃপক্ষকে অভিনন্দন জানিয়ে ফ্রান্সের সকল বাংলাদেশি প্রবাসীদেরকে হোটেলের এই প্রজেক্ট টি দেখার আমন্ত্রন জানান।সভায় হোটেলের উপর নির্মিত চমৎকার ভিডিও ফুটেজ প্রদর্শিত হয়।উল্লেখ্য হোটেল টি সিলেট ওসমানি এয়ারপোর্টের সাথেই অত্যন্ত মনোরম পরিবেশে অবস্তিত।
Category: Community France, ইউরোবিডি কমিউনিটি সংবাদ