ভারতীয় চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষ আর নেই
ইউরোবিডি২৪নিউজঃ ভারতীয় চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষ আর নেই।
অকালে ঝরে গেল বাংলা তথা ভারতীয় সিনেমার উজ্জ্বল এক তারা। সবাইকে কাঁদিয়ে আজ সকাল সাড়ে ৭টা নাগাদ জীবনাবসন হল প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষের। মাত্র ৪৯ বছর বয়সে শেষ হয়ে গেল সিনেমার যথার্থ একটা যুগের। গত কয়েকদিন ধরে প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত ছিলেন তিনি। আজ সকাল সাড়ে
৭টা নাগাদ কলকাতার প্রিন্স আনওয়ার শাহের বাসভবনে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি। তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা চলচ্চিত্র জগত।
আজ সকালে তাঁর নিজ বাসভবনে এক “ম্যাসিভ হার্ট অ্যাটাকে” আক্রান্ত হয়ে মারা যান এই খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা। ১৯৯৪ সালে “হীরের আংটি” নামের চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে তাঁর ক্যারিয়ারের শুরু। তিনি “উনিশে এপ্রিল” নামের ফিচার ছবির জন্য সেরা ফিচার ছবির পুরস্কার এবং ২০১২ সালে “আবহমান” নামে একটি ছবির জন্য সেরা নির্মাতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তিনি এ পর্যন্ত ১৯টি ছবি এবং ১২টি পুরস্কার পেয়েছেন।
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, প্রচ্ছদ, শীর্ষ সংবাদ