• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

প্যারিসে “মাটির সুর ” এর আয়োজনে বৈশাখ ১৪২০ উদযাপন

| জুন 4, 2013 | 0 Comments
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: গত ২ জুন ফ্রান্সের প্যারিস এ হয়ে গেল এক জমকালো বৈশাখী অনুষ্ঠান .এতে ফ্রান্স এর বাঙালিরা অল্প সময়ের জন্য উপভোগ করলো এক দেশীয় আমেজ। অনুষ্ঠানটি আয়োজন করেছিল “মাটির সুর ” আর এতে গান পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত খেয়ালী কর্মকার ও জাহাঙ্গীর আলম।এছাড়া প্যারিস এর শিল্পীরা। উক্ত অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটির সুরের সভাপতি  আমিন খান হাজারী ।প্রধান অতিথি ছিলেন মাননীয় রাষ্ট্রদূত  এম শহীদুল ইসলাম ।বিশেষ অতিথি ছিলেন আয়েবার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক  এনায়েত উল্লাহ (ইনু )ও ফ্রান্স আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  আবুল কাসেম। এছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মাটির সুরের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী ।

 

 

Category: Community France, Community news 1st page, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply