অর্ধনগ্ন প্রতিবাদের অভিযোগে দুই ফরাসি ও এক জার্মান মহিলা আদালতের মুখোমুখি
ইউরোবিডি২৪নিউজঃ তিউনিসিয়াতে অর্ধনগ্ন প্রতিবাদের অভিযোগে দুইজন ফরাসি নারী ও একজন জার্মান মহিলা আদালতের মুখোমুখি হলেন। এই দুই দেশী নারীগণ বুধবার তিউনিসিয়াতে ইসলামবিরোধী অর্ধনগ্ন প্রতিবাদে অংশগ্রহণ করতে গিয়েছিলেন। “Sextremist” গ্রুপের এই মহিলা সদস্যগণ “debauchery”- এর জন্য শাস্তিস্বরূপ ছয় মাসের কারাদণ্ড পেতে পারেন।
ফ্রান্সের মহিলা সদস্যদের মধ্যে Pauline Hillier ও Marguerite starn কে এবং জার্মান সদস্যদের মধ্যে Josephine Markmann কে ঐতিহ্যবাহী তিউনিসিয়ান স্কার্ফ (মাথার কাপড়) এবং safsari পরিহিত অবস্থায় আদালতে আনা হয়।
সকালে বিচারক করিম শেবি তার শুনানিতে একটি বিরতি নেন কেননা ইসলামী প্রতিনিধিত্বমূলক দলটি নাগরিক দল হিসেবে বিচারে অংশগ্রহণের অনুমতি প্রার্থনা করে।
মামলার আইনজীবী আনোয়ার অলেদ আলী আদালত কে বলেন, “আমরা ফাইলটি পরীক্ষা করার জন্য এবং আমাদের যুক্তি প্রস্তুতের জন্য কিছু সময় প্রার্থনা করছি।”
মামলার প্রতিপক্ষ থেকে মামলা নিস্পত্তির অনুরোধ করা হয় এবং সাতদিন ধরে হাজতবাসরত বন্দীদের মুক্তি দাবি করা হয়।
নারী প্রতিনিধিত্বমূলক ফরাসি আইনজীবী প্যাট্রিক বলেন তিনি ট্রায়াল সম্পর্কে আশাবাদী।
তিনি আরও বলেন, তিনি আদালতে কথা বলার অনুমতি পেয়েছেন, এটি “একটি ভাল চিহ্ন”।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, ইউরো-সংবাদ - German, জার্মান, জার্মান, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, শীর্ষ সংবাদ