• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

লিভারপুল বাংলা প্রেসক্লাবের অভিষেক

| জুন 9, 2013 | 0 Comments

ইউরোবিডি কমিউনিটি সংবাদ: দেশের ভাবমুর্তি উজ্জ্বলের জন্য ইতিবাচক সংবাদ গুরুত্বের সাথে প্রচার ও দেশ প্রেমে উদ্ধদ্দ হয়ে এক ঝাক কলম সৈনিক লিভারপুল বাংলা প্রেসক্লাবের যাত্রা শুরু করেছেন।

দেশের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করতে প্রবাসী বাংলাদেশীদের অনুপ্রাণিত করতে এই প্রেসক্লাব একটি অন্যন্য ভুমিকা পালন করবে বলে আমন্ত্রিত অতিথিরা জানান।

অভিষেক অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক মহাম্যাান্য রাষ্ট্রপতির উপদেষ্টা এম মোখলেছসুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান।

নব গঠিত লিভারপুল বাংলা প্রেসক্লাবের সভাপতি শেখ ছুরত মিয়া আছাব এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফখরুল আলম ও যুগ্ন সম্পাদক আবু সাঈদ চৌধুরী সাদি এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় নির্বাচিত নেতৃবৃন্দরা পেশাগত দায়িত্ব পালনে সকলের অকুন্ঠ সাহায্যে সহযোগিতা ও দোয়া কামনা করেন।

সভায় প্রধান অতিথির ভাষনে এম. মোখলেছসুর রহমান চৌধুরী বলেন- প্রবাসের মাঠিতে বাংলাদেশে ভাব মর্যাদা বৃদ্ধি করার জন্য যুক্তরাজ্যে বসবাসরত বাঙালিদের যথেষ্ট অবদান রয়েছে। তিনি নবগঠিত লিভারপুল বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দদের  অভিন্দন জানিয়ে বলেন সাংবাদিকদের আরো যতœশীল হতে হবে। প্রয়োজনে একটি প্রশিক্ষনের ব্যবস্থা করতে হবে। এজন্য সহযোগীতার প্রয়োজন হলে তিনি তা করবেন বলে জানান।

সভায় তিনি বাংলাদেশ সার্বিক পরিস্থি তোলে ধরেন। তিনি আরো বলেন বাংলাদেশ অপার সম্ভাবনার একটি দেশ। সকলের সদইচ্ছা আর সহযোগিতা থাকলে একটি সুখি সমৃদ্ধদেশ হিসেবে গড়ে তোলা সম্ভব। লিভারপুল বিএনপি’র আয়োজিত এক সংবর্ধনায় তিনি আরো বলেন এধরনের সাহায্যে সহযেগীতা করলে বাংলাদেশ একটি সুখি সমৃব্ধিদ দেশ হিসেবে গড়ে উঠবে।

প্রেসক্লাবের সহ-প্রচার, দপ্তর সম্পাদক ক্বারী সালমান হোসাইন তাজুল ইসলাম পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্যে দিয়ে সভার কাজ শুরু হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লিভারপুলের প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব কে. আর.চৌধুরী, বিএনপির  উপদেষ্টা মন্ডলীর সভাপতি ছোরহাব আলী, ওল্ডহাম এর বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ড. শাহ নেওয়াজ চৌধুরী, বিএনপি’র সভাপতি সৈয়দ বেলাল উদ্দিন আহমেদ, ্আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিপার আহমেদ, লিভারপুলের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জমশেদ আলম, উইরাল বাংলাদেশ হাউজের সাবেক চেয়ারম্যান সৈয়দ আনছাব মিয়া, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ইউছুব চৌধুরী, গ্রেটার সিলেট এন্ড ওয়েলফেয়ার ইউকে এর উইরাল শাখার চেয়ারম্যান কয়ছর মিয়া, উইরাল বিএনপির উপদেষ্টা ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল আমীন কোরেশী, সাপ্তাহিক জনমত এর সাংবাদিক জামাল উদ্দিন, চ্যানেল আই প্রতিনিধি ফরহাদ আলম, প্রবাস বাংলার  প্রতিনিধি ম. আ. আজাদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নূর আফসর, সাংবাদিক কবি রফিক, প্রমুখ।

লিভারপুল বাংলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্টানে সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক, কমিউনিটির সহ বিভিন্ন ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। হলভর্তি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জনার্কীণ এই সভায় প্রধান অতিথি এম. মোখলেছসুর রহমান চৌধুরী লিভারপুল বাংলা প্রেসক্লাবের ২০১৩-২০১৪ বৎসরের কার্যকরী কমিটি ঘোষনা করেন।

 বিশেষ অতিথি ফজলুর রহমান লিভারপুল প্রেসক্লাবকে হবিগঞ্জ প্রেসক্লাব এর পক্ষ থেকে একটি ক্রেষ্ট উপহার দেন। তিনি এই ক্রেষ্টটি প্রেসক্লাবের সভাপতি সহ নেতৃবৃন্দের হাতে তোলেদেন। লিভারপুল প্রেসক্লাবের পক্ষ থেকে ২টি ক্রেষ্ট প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে উপহার দেওয়া হয়।

সভায় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উইরাল শাহজালাল মসজিদের চেয়ারম্যান ও গ্রেটার সিলেট ডেভে. এন্ড ওয়েলফেয়ার এর উপদেষ্টা  আব্দুল মুমিন। কমিউনিটি ব্যক্তিত্ব মোঃ নূর হোসেন, বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাসেম ভুইঁয়া কামাল, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হোসেন ইমন, সহ সাধারণ সম্পাদক শাহ বাবুল আহমেদ, জিতু মিয়া, কাপ্তান মিয়া, ছমদু মিয়া, সুরখ আলী সোহেল,সুহেদ আহমেদ প্রমুখ।

Category: Community news 1st page, Community UK, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply