তুরস্কের তাকসিম স্কয়ারে থমথমে অবস্থা
ইউরো সংবাদ:তুরস্কের ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারে গতকাল বুধবার ভোরে দাঙ্গা পুলিশ ও
বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের পর সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। প্রায় দুই সপ্তাহের বিক্ষোভ অবিলম্বে বন্ধে প্রধানমন্ত্রী রজব তৈয়্যেব এরদোগানের আহ্বানের কয়েক ঘণ্টা পর তাকসিম স্কয়ার থেকে হাজার হাজার বিক্ষোভকারীকে হটাতে পুলিশ তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে।
একটি পার্কের উন্নয়ন পরিকল্পনাকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হলেও আইনশৃঙ্খলা বাহিনীর কথিত দমন অভিযানের পর প্রধানমন্ত্রী এরদোগানের পদত্যাগ দাবি ওঠে। বিক্ষোভকারীরা ১২ দিন ধরে এই স্কয়ারে অবস্থান নেয়। তাদের ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার করে। বিক্ষোভকারীদের একটি ছোট দল রাতভর পুলিশের সাথে সংঘর্ষ অব্যাহত রাখে।
ভোর ৫টা নাগাদ সেখান থেকে গ্যাসের খালি ক্যানিস্টার্স ও ভাঙা ব্যারিকেড অপসারণ অভিযান শুরু হয়। বিক্ষোভকারীরা ব্যারিকেড দিয়ে রাখায় গেজি পার্ক ও তাকসিম স্কয়ারের সব ক’টি প্রবেশপথ এক সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ ছিল। পুলিশ ব্যারিকেড সরাতে বুলডোজারও ব্যবহার করে। মঙ্গলবার রাজধানী আঙ্কারায় নতুন করে অস্থিরতা শুরু হয়। পাঁচ হাজার বিক্ষোভকারী সেখানে বিক্ষোভ করে। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, পিপার-স্প্রে ও জলকামান ব্যবহার করে। বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিপে করে। প্রধানমন্ত্রী এরদোগান পুলিশি অ্যাকশন সমর্থন করেছেন। গতকাল বিক্ষোভ আয়োজনকারীদের সাথে তার বৈঠকের কথা ছিল।
Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, শীর্ষ সংবাদ