• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

সাবেক ব্যাংকার ফাঁস করলেন সুইস ব্যাংকের ১৫ জন প্রভাবশালী ফরাসির নাম

| জুন 16, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ সাবেক ফরাসি মন্ত্রীদের দ্বারা ট্যাক্স ফাঁকির কেলেঙ্কারি বৃদ্ধি পাওয়ার পর,    একজন সাবেক সুইস ব্যাংকার  Pierre Condamin-Gerbier,  ফরাসি সাপ্তাহিক  weekly Le Journal du Dimanche– কে  জানালেন, তিনি এখনও এমন অন্তত ১৫ জনের ফরাসি ব্যাক্তির নাম জানেন, যাদের সুইজারল্যান্ডে আগে ব্যাংক অ্যাকাউন্ট ছিল বা এখনো আছে।

Pierre Condamin-Gerbier পত্রিকাটিকে জানান, এই ১৫ জন ব্যাক্তি খুবই নামকরা। Reyl & Cie ব্যাংকের এই সাবেক কর্মচারী ইতিমধ্যে বিচারকের নিকট জিজ্ঞাসাবাদের সম্মুখীন হওয়া ​​ফরাসি বাজেট মন্ত্রী Jerome Cahuzac- এর কেলেঙ্কারির ব্যাপারেও প্রশ্ন তোলেন।

তিনি বলেন, “আমি সহজেই এই তালিকায় থাকা কিছু ফরাসি রাজনীতিবিদদের নাম বলতে পারি যারা খুব বিখ্যাত এবং বলতে পারেন আমরা তাদের টেলিভিশনে প্রায়ই দেখি। তিনি আরও বলেন, এমনও কিছু নাম এখানে আছে যারা  Jerome Cahuzac- এর চেয়ে আরও বেশি পরিচিত।

পত্রিকাটির তথ্য অনুসারে, Pierre Condamin-Gerbier সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন। তিনি অতি শীঘ্রই এই তালিকা জনসম্মুখে প্রকাশ করবেন।

তিনি বলেন, “আমি প্রধানত আমার পরিবারের জন্য সুরক্ষা এবং নিরাপত্তার পরিপ্রেক্ষিতে, সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি।”

তিনি ইতোমধ্যেই, গত বৃহস্পতিবার একটি সংসদীয় কমিটিতে এই তালিকা উল্লেখ করেন।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply