• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,22 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

মাতাল অবস্থায় স্কুটার চালানোর অভিযোগে Depardieu- এর আদালতে জরিমানা

| জুন 21, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ ফরাসি চিত্রনায়ক Gerard Depardieu কে মাতাল অবস্থায় প্যারিসের রাস্তায়  স্কুটার চালানোর অভিযোগে ৪০০০ ইউরো জরিমানা করেছে আদালত এবং তার ড্রাইভিং লাইসেন্স শাস্তিস্বরূপ ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। Depardieu বার বার আদালতে অনুপস্থিত থাকায়, তার অনুপস্থিতিতেই তাকে দন্ডিত করা হয়।

সর্বোচ্চ আইনি দণ্ড ছিল দুই বছর জেল কিন্তু প্রসিকিউটরগণ ৪০০০ ইউরো জরিমানা এবং  ১০ ​​মাসের স্থগিতাদেশ চান।

Depardieu- এর আইনজীবী, এরিক ডি কমন, সংক্ষিপ্ত স্থগিতাদেশের রায়কে স্বাগত জানান কিন্তু তার দেয়া প্রস্তাব ব্যর্থ হওয়াতে দুঃখ প্রকাশ করেন।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply