বার্লুসকোনির ৭ বছর জেল, এখনই কার্যকর নয়
ইউরো সংবাদ: অপ্রাপ্তবয়স্ক দেহজীবীর সঙ্গে যৌন সম্পর্কের দায়ে ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
একইসঙ্গে সরকারি কোনো কাজকর্মে অংশ নেয়ার ক্ষেত্রেও সাত বছরের নিষেধাজ্ঞা জারি হয়েছে বার্লুসকোনির ওপর।
তবে অপেক্ষমাণ কয়েকটি আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মিলানের আদালতের দেয়া এই রায় কার্যকর হবে না ।
৭৬ বছর বয়সী বার্লুসকোনি অবশ্য এই অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন। যার সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ মরক্কোর সেই নারী কারিমা এল মাহরুগও অভিযোগ স্বীকার করেননি।
২০১০ সালের ওই ঘটনা ঘটেছিল বলে দাবি করা হয়ে থাকে। সেসময় মাহরুগের বয়স ছিল ১৭ বছর।
বার্লুসকোনির বিরুদ্ধে আরো কয়েকটি বিষয়ে মামলা রয়েছে। গত অক্টোবরে করফাঁকির দায়ে তার চার বছরের সাজার আদেশ হয় যার বিরুদ্ধে তিনি আপিলও করেছেন।
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - Italy, ইতালি, ইতালি, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ