ফরাসি পুলিশের সন্ত্রাসবিরোধী রেইডে গ্রেফতার ছয়
ইউরোবিডি২৪নিউজঃ সোমবার রাতে একটি সন্ত্রাসবিরোধী রেইডে প্যারিস থেকে ফ্রান্সের বিখ্যাত ব্যাক্তিদের হামলার করার পরিকল্পনার সন্দেহে সন্দেহভাজন ৬ জন ব্যাক্তিকে গ্রেফতার করেছে ফ্রান্স পুলিশ।
ফরাসি পুলিশের বিশ্বস্ত সূত্রের তদন্ত অনুযায়ী, এই ছয়জন ব্যাক্তি ইসলামী সন্ত্রাসী সেলের সদস্য এবং তারা ফ্রান্সের কিছু বিখ্যাত ব্যাক্তিদের আক্রমণের পরিকল্পনা করছিল সন্দেহে সোমবার ইসলামী সন্ত্রাসী সেলের এই ছয় সদস্যকে গ্রেফতার করে পুলিশ।
পুরো প্যারিস অঞ্চল জুড়ে সমন্বিত রেইডের পর সন্দেহভাজনদের পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
পুলিশি সুত্রে জানা যায় যে, সন্দেহভাজনরা পুলিশের কাছে পরিচিত ছিল এবং Seine-ET-Marne – এ একটি ব্যাংক ডাকাতির সাথে তাদের জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। তাদের অন্যান্য সশস্ত্র ডাকাতি পরিকল্পনায় জড়িত বলেও সন্দেহ করা হচ্ছে।
দলের চারজন ফরাসি নাগরিক এবং সেইসাথে রয়েছে বেনিন এবং কমরস থেকে আসা দুইজন ভিনদেশী নাগরিক। তাদের সবার বয়স ২২ থেকে ৩৮ বছরের মধ্যে।
ফরাসি আইন অনুযায়ী, সন্দেহভাজন কাউকে অভিযুক্ত করা বা মুক্তি দেয়ার আগে পাঁচ দিনের জন্য জিজ্ঞাসাবাদের জন্য আটক করা যাবে।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, শীর্ষ সংবাদ