জাতিসংঘের শান্তিরক্ষীরা জুলাই থেকে মালি মিশন হাতে নিচ্ছেন
ইউরোবিডি২৪নিউজঃ সোমবার হতে, জাতিসংঘের সৈন্যরা আফ্রিকান সৈন্যদের কাছ থেকে মালির নিয়ন্ত্রন নিয়ে নেবে যেহেতু ফ্রান্সও আস্তে আস্তে মালি থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে। জানুয়ারি মাস থেকে ফ্রান্স ও আফ্রিকান সৈন্যরা সেখানে ইসলামী বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল।
জাতিসংঘের ১২৬০০ সৈন্য সমৃদ্ধ এই মালি অপারেশন বছর শেষে জাতিসংঘের তৃতীয় বৃহত্তম শান্তিরক্ষা অপারেশন বলে পরিচিত হবে।
এদিকে, ফ্রান্স পরিকল্পনা করছে যে তারা অগাস্টের শেষে ইসলামী বিদ্রোহীদের বিরুদ্ধে প্রেরিত সৈন্যদের মধ্যে ৩২০০ সৈন্য কমিয়ে আনবে এবং ইতোমধ্যে প্রায় ১০০০ সৈনিক মালি ছাড়ার প্রস্তুতি সম্পন্ন করেছে।
একদম শুরুর দিকে, ফ্রান্স সেখানে প্রায় ৪৫০০ সৈন্য মোতায়েন করে।
ফ্রান্সের জাতিসংঘের রাষ্ট্রদূত জেরার্ড অরাদ বলেন, মালি এখন যথেষ্ট স্থিতিশীল এবং নিরাপত্তা বাহিনীর একটি শান্তিপূর্ণ স্থানান্তর করার জন্য তৈরি।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, শীর্ষ সংবাদ