• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,22 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

মিলানে এমসিসি গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী

| জুলাই 4, 2013 | 0 Comments

ইউরোবিডি কমিউনিটি সংবাদ: মিলানের মনচায় এমসিসি গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে| ৩০ জুন রবিবার মনচা সেন্টার ক্লাবের আয়োজনে মনচা পার্কে  সকাল ১১ টায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় বেঙ্গল কুবরা কিংস ৮ রানে বেঙ্গল ৬১ ইলেভেন কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে |

ফাইনাল খেলা শেষে সেন্টার ক্লাবের সভাপতি মোহাম্মদ শাফায়েত এর সঞ্চালনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্রিকেট টুর্নামেন্টের স্পন্সর পিস মেরিনা গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর ইতালির বিশিষ্ঠ ব্যবসায়ী আব্দুল মান্নান হীরা | বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন MARIO GIACOMELLI ,PER MICRO ADVOCATE: ANTONELLA CRIPPA ( SPECIAL GUEST), DOTT. GIUSEPPE TGNASSO BEPPE- PRESIDEN TADAMUN,CARLO CHIERICO- PRESIDENT UNIVERSAL PEACE FEDERATION, MONZA ,মিলান বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন,আপ্রনাইন এর কনসালটেন্ট জামাল আহমেদ,বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম দেওয়ান |
আলোচনা শেষে অতিথিবৃন্দরা  টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রপি তুলে দেন |এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোওয়ার ও ফাইনাল খেলার ম্যান অব দা ম্যাচ রাসেল,টুর্নামেন্টের সেরা বলার তানজিল ও টুর্নামেন্টের সেরা ব্যাটসমেন জুয়েল নির্বাচিত হওয়ায় তাদের কে পুরস্কার প্রদান করা হয় |
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনচা সেন্টার ক্লাবের তফাজ্জল আজাদ মানিক,সহ সভাপতি কানন মজুমদার,আবুল হাসান,সুহেল,লিমন মজুমদার,সুমন রহমান.সাইফ মুন্সী,শামিম সরওয়ার,ওমর ফারুক মজুমদার,ইমরান ফরিদ আহমেদ,চ্যানেল আই প্রতিনিধি নাজমুল আহসান শামিম,এটিএন বাংলা প্রতিনিধি রুহুল আমিন সান,বাংলাভিশন ও আরটিভি প্রতিনিধি ফেরদৌসী আক্তার পলি,এনটিভি প্রতিনিধি নাজমুল হোসেন,নিজাম উদ্দিন,মো তারেক,শিরিন আক্তার,ফাতেমা আজাদ,মিয়া জাফর,আইয়ুব আলী,সালাম,আব্দুল হালিম প্রমুখ |
উল্লেক্ষ ফাইনাল খেলায় টসে জয়লাভ করে বেঙ্গল কোবরা কিংস প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় | প্রথম ইনিংসে নির্ধারিত বেঙ্গল কোবরা কিংস ১৬ ওভারে ১২৪ রান সংগ্রহ করে | জয়ের টার্গেট নিয়ে ২য় ইনিংসে বাংলা ৬১ ইলেভেন নির্ধারিত ওভার শেষে ১১৬ রান তুলতে সক্ষম হয় | ৮ রানে জয়লাভ করে বেঙ্গল কোবরা কিংস | এই ক্রিকেট টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশগ্রহন করে |
পুরস্কার বিতরণী  অনুষ্ঠান শেষে মনচা সেন্টার ক্লাবের আয়োজনে আগত অতিথি ও টুর্নামেন্টে অংশগ্রহনকারী সকল কে দুপুরের আপ্পায়ন করানো হয় |
বেঙ্গল কোবরা কিংস দলের খেলোওয়াররা হচ্ছেন -হালিম হোসাইন বিপ্লব,রাসেল খান,সরওয়ার খান,মনতিল কর,মইনুল ইসলাম,রাজু আহমেদ,শিমন ইসলাম জনি,মোহাম্মদ সুমন,সাইফুল ইসলাম,মোহাম্মদ হীরা,হুসাইন রনি,জামদেদ আবেদিন | বাংলা ৬১ ইলেভেন দলের খেলোওয়াররা হচ্ছেন- মাসুদ মুন্সী,পলাশ মোড়ল,নাসির মুন্সী,জান্নাতুল ইসলাম,নাহিদ মোড়ল,জহির মাতব্বর,সুহেল রানা,রহমান সাইফুর,শামিম হোসেন,জহিরুল ইসলাম,তুফায়েল ইবনে আলী,মনজুরুল ইসলাম,রিপন হোসেন,খলিলুর রহমান,কামাল হোসেন |

Category: Community Italy, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply