• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

৫ দিনের সফরে লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

| জুলাই 6, 2013 | 0 Comments

ইউরোবিডি কমিউনিটি সংবাদ: লন্ডন স্থানীয় সময় দুপুর ২.২০ মিনিটে বিমানের বিজি ০১৫ ফ্লাইটে প্রধানমন্ত্রী লন্ডন হিথরো বিমান বন্দরে এসে পৌছান। এ সময় তাকে স্বাগত জানান লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনার মিজারুল কায়েস।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। এছাড়াও বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা ও  রেজোয়ান সিদ্দিক ববি উপস্থিত ছিলেন।

এয়ারপোর্ট থেকে তিনি সরাসরি সেন্ট্রাল লন্ডনের পার্ক লেইনস্থ হোটেল হিলটনে আসেন। ৫ দিনের এই সফরের অংশ হিসেবে  বিকালে ব্রিটিশ ফরেন সেক্রেটারী উইলিয়াম হেগ এবং সাবেক কনজারভেটিভ চেয়ার সায়েদা ওযার্সি হোটেল স্যুটে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করেন ।

শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টায় প্রধানমন্ত্রী সাথে তাঁর হোটেল স্যূটে ব্রেকফাস্ট মিটিংয়ে অংশ নিবেন ব্রিটিশ হাউস অব লর্ডস ও হাউস অব কমন্সের কয়েকজন সদস্য। ঐদিন বিকাল ৭ টা থেকে ৯ টা পর্যন্ত স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সাক্ষাত করবেন তিনি।

৬জুলাই  তিনি পুরো সময় শারীরিক চেকআপ ও পারিবারিকভাবে সময় কাটাবেন। ৭ জুলাই পূর্ব লন্ডনের ইম্প্রেশন হলে বোনের মেয়ে শেখ রেহানা কাউন্সিলার টিউলিপ সিদ্দিকীর বিয়ে পরর্বতী রিসিপশন অনুষ্টানের উপস্থিত থাকবেন। সর্বশেষ  ৮ জুলাই সোমবার বিকাল ৩টায় বিমানের একটি বিশেষ ফ্লাইটে বেলারুশের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করবেন।

সেন্ট্রাল লন্ডনের হিলটন পার্ক লেনের সামনে স্থানীয় বিএনপি বিশাল বিক্ষোভ সমাবেশ করে। আওয়ামী লীগ নেতাকর্মীরাও এ সময় পাল্টা স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।

এদিকে, শেখ রেহেনার কন্যা টিউলিপ গেণ্ডারিয়ার আঞ্জুমান মফিদুল ইসলাম বালিকা হোমকে (এতিমখানা) একটি ৪০ ইঞ্চি টিভি ও একটি ১৩ দশমিক ৫০ সিএফটি ফ্রিজ দিয়েছেন। টিউলিপ তার বিয়ে উপলক্ষে এতিমদের সঙ্গে খুশী ভাগাভাগি করার উদ্দেশ্যে তাদের এসব উপহার দেন।

সম্প্রতি যুক্তরাজ্যের রিজেন্টস পার্ক ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর টিউলিপের পক্ষ থেকে এসব সরঞ্জাম আঞ্জুমানের নির্বাহী পরিচালক কাজী আবুল কাশেমের কাছে হস্তান্তর করা হয়। আঞ্জুমান মফিদুল ইসলামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে  একথা বলা হয়।//ইউকেবিডি

Category: Community UK, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply