ইউরোজোনের অর্থনীতি বিষয়ক দায়িত্ব নিতে যাচ্ছেন ফরাসি অর্থমন্ত্রী
ইউরোবিডি২৪নিউজঃ ফরাসি অর্থমন্ত্রী, পিয়েরে মস্কভিকি ১৭ সদস্যের ইউরোজোনের অর্থনীতি বিষয়ক দায়িত্ব নিতে যাচ্ছেন।
ফ্রান্সের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি অর্থনৈতিক ফোরামে মস্কভিকি বলেন, মন্ত্রণালয়ের পদগুলো আগামী বছরের ইউরোপীয় সংসদ নির্বাচনের সময় বিবেচনা করা উচিৎ হবে।
তিনি ব্রাসেলসের ইউরোপিয়ান বাজেট আলোচনার দীর্ঘ এবং গভীর রাত পর্যন্ত হওয়া মিটিং এর সূত্র ধরে বলেন, “ইউরোজোনের আরো দৃশ্যমান হওয়া জরুরী কেননা আমরা রাতের অধিবেশনে ১৭ জন মন্ত্রীকে দেখতে পাইনি।”
এখন প্রশ্ন হল, এই মন্ত্রীকে কি শুধু ইউরোগ্রুপ এর সভাপতি নির্বাচন করা উচিৎ নাকি একই সাথে তিনি অর্থনৈতিক বিষয়ক ভারপ্রাপ্ত কমিশনার হবেন।
এছাড়াও, মস্কভিকি ইউরোপীয় সংসদ সহ একটি কেন্দ্রীয় ইউরোজোন কমিশন বা কমিটির ধারণা পুনর্ব্যক্ত করেন যেখানে ইউরোজোন সাধারণ আগ্রহের বিষয়গুলোর উপর সরকার আইন প্রণয়ন করতে পারে।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, শীর্ষ সংবাদ