• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

প্যারিসে নারী বিকাশ সংঘের সভা অনুষ্ঠিত!

| জুলাই 9, 2013 | 0 Comments

ইউরোবিডি কমিউনিটি সংবাদ

আবু তাহির,প্যারিস

 নিজের মেধা আর সৃজনশীলতাকে পুঁজি করে ব্যবসা-বাণিজ্য,শিক্ষা,সাংস্কৃতী, সহ  সমাজের বিভিন্ন ক্ষেত্রে আরো বেশি নারী নেতৃত্ব কিভাবে সৃষ্টি করা যায়,কিভাবে অসহায় নারীদের সহায়তা প্রদান করা যায় তার উদ্দেশ্য প্যারিসের সকল নারীদেরকে এক প্লাটফর্মে এনে সমাজ বিপ্লবে নারীদের অবদান স্বীকৃত করার লক্ষ্যে এই প্রথম প্যারিসের বাংলাদেশী নারীদের নিয়ে সফল যাত্রা শুরু করল  নারী বিকাশ সংঘ,ফ্রান্স।

গত ০৬ জুলাই iপ্যারিসের পখত দা পান্তা পার্কে অত্যন্ত মনোরম পরিবেশে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সৈয়দা তাওফিকা শাহেদ এর সভাপতিত্বে নিলুফার ফেরদৌস শিউলি’র পরিচালনায় প্যারিসের বিশিষ্ট সাহিত্যিক হাসনাত জাহান এর উপস্তিতিতে সর্বসম্মতি ক্রমে ২৩ সদস্যা বিশিষ্ট পুর্নাংগ কমিটি গঠিত হয়।সভায় উপস্তিতিদের আলোচনাক্রমে  সৈয়দা তাওফিকা শাহেদ কে সভাপতি,ফিরোজা মমতাজ কে সিনিয়র সহ সভাপতি নিলুফার ফেরদৌস শিউলি কে সাধারন সম্পাদিকা,কালিমা জাকির কে সংগঠনিক সম্পাদিকা,মিনা সুমন কে অর্থ সম্পাদিকা,সালমা ফিরোজ কে প্রচার সম্পাদিকা, রীমা নয়ন কে সাহিত্য সাংস্কৃতীক সম্পাদিকা ও সেতু শামীম কে মহিলা শিশু উন্নয়ন বিষয়ক সম্পাদিকা হিসাবে দায়ীত্ব প্রদান করা হয়।

সভায় উপস্তিত বক্তারা বলেন লিডারশীপ তৈরি করে মহিলাদেরকে  অর্থনৈতিকভাবে আরো কতটা শক্ত করা যায় সেটাই আমাদের মূল কাজ হবে। যার কারণে আমরা একটা নেটওয়ার্ক করতে চাচ্ছি।”’শুধু দেশেই নয় বহির্বিশ্বেও আমাদের অবস্তান আমাদেরকেই সৃর্ষ্টি করতে হবে।রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে যে কোন ধরনের কর্মকাণ্ডে নারী ও পুরুষের জন্যে সমান সুযোগ থাকতে হবে। এটাই আমাদের মূল লক্ষ্য। এ লক্ষ্য অর্জন করতে পারলে সমাজের অগ্রগতিতে আমাদের যাত্রা বড় ভূমিকা রাখতে পারবে”।সভা থেকে ফ্রান্সে অবস্তানরত সকল বাংলাদেশী নারীদের কে সংগঠনের সদস্যা হওয়ার আহবান জানানো হয়।শীঘ্রই আনুষ্ঠানিক অভিষেক আয়োজন করা হবে বলে সভাপতি জানান।

Category: Community France, Community news 1st page, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply