• ৭ অগ্রহায়ণ ,১৪৩১,21 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফেসবুক ত্যাগ করবার আহ্বান জানালেন ভেনেজুয়েলার মন্ত্রী

| জুলাই 11, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ বুধবার ভেনেজুয়েলার কারামন্ত্রী মারিয়া ভারেলা, ভেনেজুয়েলার নাগরিকদের তাদের নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট বাতিল করবার আহ্বান জানান। তিনি বলেন, তারা অজ্ঞাতভাবে সিআইএ- এর তথ্যদাতা হিসেবে বিনামূল্যে কাজ করছেন।

 ভেনেজুয়েলার কারামন্ত্রী মারিয়া ভারেলা আরও বলেন, এই ধরনের জনপ্রিয় সামাজিক মিডিয়া নেটওয়ার্ক ব্যবহার করে ভেনেজুয়েলার নাগরিকগণ নিজের অজান্তেই সিআইএ এর জন্য কাজ করছেন, তাই সকলকে ফেসবুক ত্যাগ করবার জন্য বুধবার আহ্বান জানান তিনি।

মারিয়া ভারেলা,  আমেরিকান গোয়েন্দা সংস্থার গোপন নজরদারির তথ্য ফাঁসকারী এবং পলাতক এডওয়ার্ড স্নোডেনের কথা উল্লেখ করে একটি টুইটার বার্তায় বলেন, “ হে ভেনেজুয়েলানঃ আপনারা শীঘ্রই আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট বাতিল করুন! নিজের অজান্তেই আপনারা সিআইএ এর জন্য কাজ করে যাচ্ছেন। স্নোডেনের কেসটি পর্যালোচনা করে দেখুন!”

এডওয়ার্ড স্নোডেন বিভিন্ন তথ্য ও প্রমাণের মাধ্যমে দেখিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা (সিআইএ)- ফেসবুক, গুগল, স্কাইপ ও টুইটারের মত ব্যাপকভাবে ব্যবহৃত ইন্টারনেট সেবার মাধ্যমে স্বদেশ এবং বিদেশের নাগরিকদের তথ্য সংগ্রহ করছে।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, প্রচ্ছদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply