• ১০ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফ্রান্স বিএনপির আলোচনা সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত।

| জুলাই 16, 2013 | 0 Comments

প্যারিস প্রতিনিধিঃ ইলিয়াছ আলী আওয়ামীলিগ সরকারের গুম ষড়যন্ত্রের স্বীকার দাবী করে সাবেক প্রাইভেটাইজেশন কমিশন চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী বলেন,- “পাঁচ সিটি নির্বাচন প্রমান করে সরকারের অবস্তান কোথায়।বর্তমানে সারা দেশ গুম আতংকে কাথর যা বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত বিরল।বাকশালি শাষন ব্যবস্তার কথা উল্লেখ করে তিনি বলেন সর্বাধিনায়ক এম এ জি ওসমানি বাকশাল ভয়ে কাথর হয়ে মন্ত্রিত্ব ছেড়েছিলেন যা মুক্তি্যোদ্ধাদের অন্তরে দাগ কেটেছিল,বর্তমানে এ রকম ব্যবস্তা দিয়ে দেশ পরিচালনা করা হচ্ছে যা পৃথিবী মানবতাকে আহত করেছে।বাংলাদেশে সরকার কতৃক সাংবাদিকদের উপর নির্যাতনের ঘটনা উল্লেখ করে বলেন সাংবাদিক নির্যাতন গ্লোবাল বিশ্বে বাংলাদেশের অবস্তান কে খাটো করেছে।পদ্মা সেতুর দুর্নিতী পৃথিবীতে আমাদের পরিচয় করে দিয়েছে দুর্নীতির দেশ হিসাবে অথচ বিএনপির সময়ে যমুনা সেতু করা হয়েছিল চুল পরিমান দুর্নিতীর অভি্যোগ উঠেনি।”  তিতাস বন্ধ করে তিস্তার দোহাই দিয়ে ভারতকে করিডোর বাংলাদেশের স্বার্থে ঘুর্নিঝড়ের মত আঘাত করেছে বলে মন্ত্যব্য করেন তিনি।

গত ১৪ জুলাই প্যারিসের পখত দো লা ভিলেতে এক অভিজাত রেষ্টুরেন্টে ফ্রান্স বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলেপ্রধান অতিথীর হিসাবে  বিএনপি চেয়ারপার্সনের সাবেক এ উপদেষ্টা   তারেক রহমানের উপর করা  মামলাগুলর প্রতি ইংগিত করে  বলেন আগামী নির্বাচনে প্রমান হবে বাংলাদেশের তারুন্যের অহংকার তারেক রহমানের জনপ্রিয়তা।সীমান্ত হত্যার মহড়া বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মনে যে বেদনার জন্ম দিয়েছে তা সরকার কেই মাষুল দিতে হবে বলে তিনি সরকারের প্রতি সতর্ক সংকেত দিয়ে বলেন সময়ের আগেই অবাধ নির্বাচনের  ব্যবস্তা চালু করে জনসাধারনের আকাংখীত নির্বাচন উপহার দেন।

উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে ফ্রান্স বিএনপির আহবায়ক সৈয়দ সাইফুর রহমানের সভাপতিত্বে আহবায়ক কমিটির অন্যতম সদস্য ফ্রান্স বিএনপি নেতা সিরাজ উদ্দীন ও মনোয়ার হোসেন এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহজামাল,ফ্রান্স বিএনপির আহবায়ক কমিটির সদস্য সোহেল ইবনে হোসাইন,ইলিয়াছ মুক্তি সংগ্রাম পরিষদ ফ্রান্সের আহবায়ক মুফিজ আলী,ওমর গাজী,খালেদ আহমদ,বকুল আহমদ,কালুন মিয়া,খায়রুল আমিন কবির,কিরন আহমদ,মিছবাহ উদ্দীন,আবু বক্কর,কাওছার হোসেইন আখদ্দস,আখতার মিয়া,জয়নাল চৌধুরী,শাওন আহমদ,জোবের,ফখরুল ইসলাম,মুশফিক আহমদ,শাহরিয়ার,ফয়ছল আহমদ,জামাল খান,লুৎফুর রহমান প্রমুখ।

সবাইকে ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদি পতাকাতলে কাজ করার আহবান জানিয়ে  ফ্রান্স বিএনপির আহবায়ক সৈয়দ সাইফুর রহমান বলেন শীঘ্রই বাংলাদেশের অহংকার তারুন্যের গর্ব তারেক রহমানের উপস্তিতে ফ্রান্স বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে।

Category: Community France, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply