• ৭ অগ্রহায়ণ ,১৪৩১,21 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর পুত্র জালিয়াতির সন্দেহে অভিযুক্ত !

| জুলাই 17, 2013 | 0 Comments

Laurent Fabius- এর পুত্র Thomas Fabius

ইউরোবিডি২৪নিউজঃ  ফরাসি পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী Laurent Fabius- এর পুত্র জালিয়াতি ও মানি লন্ডারিং এর অভিযোগে  তদন্তের লক্ষ্যে পরিণত হয়েছেন।  তদন্তটি প্রধানত Laurent Fabius- এর পুত্র Thomas Fabius এর ২০১২ সালে প্যারিসে   সাত মিলিয়ন ইউরোর একটি অ্যাপার্টমেন্ট ক্রয় সম্পর্কিত।

লেনদেনের ভিত্তিতে ফরাসি আর্থিক কর্তৃপক্ষের রিপোর্ট ছিল,  Fabius Junior এর এই অতিরিক্ত অর্থের উৎস অস্পষ্ট।

Thomas Fabius- এর আইনজীবী Cyril Bonan জানান, “ এই অ্যাপার্টমেন্ট ক্রয় একটি স্বাভাবিক অর্থাবস্থার অধীনে ঘটেছে এবং এর সমস্ত তথ্য দেয়া হয়েছে। সুতরাং, এই বিচার বিভাগীয় তদন্তের পর আমাদের অ্যাপার্টমেন্ট সম্পর্কিত গুজব শেষ হবে।”

Bonan  জোর দিয়ে বলেন, Thomas Fabius – এই অর্থ তিনি জুয়া খেলে জিতেছিলেন।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply