প্যারিসে অর্ধনগ্ন প্রতিবাদী দল “Femen” –এর সদর দপ্তরে আগুন!
ইউরোবিডি২৪নিউজঃ প্যারিসে অনাবৃতপ্রায় প্রতিবাদকারি নারীবাদী দল “ ফেমেন” -এর সদর দপ্তরে শনিবার রাতে আগুন লাগে। আগুন লাগার কারণ এখনো সনাক্ত করা যায় নি।
পুলিশ জানায়, তারা এই অগ্নিকাণ্ডে কারো হাত আছে বলে প্রমাণ পায়নি। রবিবার, “ফেমেন” এর দলনেত্রী Inna Shevchenko বলেন, আগুনটা কিভাবে লেগেছে, জানিনা। তিনি আরও বলেন, তাদের পদক্ষেপকে বাধাগ্রস্ত করবার জন্য অনেক শত্রু রয়েছে।
এই দলটির অন্য একজন কর্মী Pauline Hillier এর মতে, “ফেমেন” –এর মুঠোফোনে শনিবার একটি মেসেজ পাঠানো হয় যেখানে লেখা ছিল, “ Burn Witches” যার অর্থ, “কুৎসিত রমণীদের জ্বালিয়ে দাও।” তিনি আরও বলেন, এই দলটি প্রতিদিন মৃত্যুর হুমকি পেয়ে আসছে।
এই অগ্নিকাণ্ডে একটি রুম সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং পুলিশের মতে, ঐ সময় পাঁচজন মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়।
এ ঘটনার সময় দলনেতা Inna Shevchenko ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তখন, সেখানে দুইজন কর্মী ছিলেন যারা আগুন নেভানোর অনেক চেষ্টা করেন কিন্তু না পেরে ফায়ার সার্ভিসকে আসার আহ্বান জানান।
এ বছরের শুরুতেই “ফেমেন”- এর আন্তর্জাতিক সদরদপ্তরটির যাত্রা শুরু হয়েছিল প্যারিসে।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, শীর্ষ সংবাদ