• ১৫ মাঘ ,১৪৩১,28 Jan ,2025
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

স্পেনে মারাত্মক রেল দুর্ঘটনাঃ মৃতের সংখ্যা ৬৯

| জুলাই 25, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ বুধবার উত্তরপশ্চিম স্পেনে ট্রেন লাইনচ্যুত হয়ে এক মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ জনে। বিভিন্ন মিডিয়ায় জানানো হয়েছে, এ দুর্ঘটনাটি ঘটেছে অতি দ্রুত ট্রেন চালানোর কারণে।

এই ঘটনায় রেলের ৪টি বগি উলটে যায় ও  চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া উঠতে থাকে। সেখান থেকে অনেকগুলো লাশ উদ্ধার করা হয়।

ট্রেনটি রাত ৮টা ৪২ মিনিটে এই দুর্ঘটনার শিকার হয় এবং ঐ সময় ট্রেনের যাত্রী সংখ্যা ছিল ২১৮ জন।

উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষ থেকে ৬৫টি মৃতদেহ উদ্ধার করে এবং আরও ৪ জন হাসপাতালে মারা যায় বলে জানান গেলিশিয়া হাইকোর্টের একজন মুখপাত্র।

তিনি আরও জানান, সবগুলো ট্রেনের বগিতে এখনো অনুসন্ধান শেষ হয়নি।

এই দুর্ঘটনায়, মোট ১৪৩ জন আহত হয়েছেন।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - Spain, প্রচ্ছদ, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ, স্পেইন, স্পেইন

About the Author ()

Leave a Reply