স্পেনে মারাত্মক রেল দুর্ঘটনাঃ মৃতের সংখ্যা ৬৯
ইউরোবিডি২৪নিউজঃ বুধবার উত্তরপশ্চিম স্পেনে ট্রেন লাইনচ্যুত হয়ে এক মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ জনে। বিভিন্ন মিডিয়ায় জানানো হয়েছে, এ দুর্ঘটনাটি ঘটেছে অতি দ্রুত ট্রেন চালানোর কারণে।
এই ঘটনায় রেলের ৪টি বগি উলটে যায় ও চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া উঠতে থাকে। সেখান থেকে অনেকগুলো লাশ উদ্ধার করা হয়।
ট্রেনটি রাত ৮টা ৪২ মিনিটে এই দুর্ঘটনার শিকার হয় এবং ঐ সময় ট্রেনের যাত্রী সংখ্যা ছিল ২১৮ জন।
উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষ থেকে ৬৫টি মৃতদেহ উদ্ধার করে এবং আরও ৪ জন হাসপাতালে মারা যায় বলে জানান গেলিশিয়া হাইকোর্টের একজন মুখপাত্র।
তিনি আরও জানান, সবগুলো ট্রেনের বগিতে এখনো অনুসন্ধান শেষ হয়নি।
এই দুর্ঘটনায়, মোট ১৪৩ জন আহত হয়েছেন।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - Spain, প্রচ্ছদ, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ, স্পেইন, স্পেইন