বাংলাদেশে দুই ‘সমকামী’ তরুণীর প্রেম নিয়ে বিতর্ক
২১ বছর বয়সি শিক্ষিকা সানজিদা আর তাঁর ছাত্রী, ১৬ বছর বয়সি শ্রাবন্তী রায়ের মধ্যকার প্রেমের সম্পর্ক ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে৷
দেশের খবর:বাংলাদেশে দুই তরুণীর মধ্যে মালাবদল নিয়ে চলছে ব্যাপক বিতর্ক৷ একটি অনলাইন সংবাদপত্র এই বিষয়ে সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি হয়৷ প্রশ্ন উঠেছে, সমকামিতা কি অপরাধ?
ভারতের পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনাম, ‘‘ফতোয়া হেলায় উড়িয়ে ঘর বাঁধল দুই মেয়ে৷” বাংলাদেশে দুই তরুণীর মধ্যকার ভালোবাসার সম্পর্ককে এভাবেই শিরোনামে তুলে এনেছে পত্রিকাটি৷ ২১ বছর বয়সি শিক্ষিকা সানজিদা আর তাঁর ছাত্রী, ১৬ বছর বয়সি শ্রাবন্তী রায়ের মধ্যকার প্রেমের সম্পর্ক ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে৷ বাংলা ব্লগ এবং ফেসবুকে এ নিয়ে লিখেছেন অনেকে৷
কমিউনিটি বাংলা ব্লগ সামহয়্যার ইন ব্লগে পারভেজ আলম লিখেছেন, ‘‘অপরাধী সাংবাদিক ও পুলিশের ছবি চাই৷” এই ব্লগার মনে করেন, গণমাধ্যমে আলোচিত দুই তরুণীর ছবি প্রকাশ করা উচিত হয়নি৷ তিনি লিখেছেন, ‘‘ভুল করুক, ঠিক করুক, এমন কোনো অপরাধ তারা করে নাই, যার জন্যে এইভাবে এইরকম একটা ছবি সাংবাদিকরা পত্রিকার পাতায় ছাপাতে পারে৷”
একই ব্লগ সাইটে আশাফ আনিসের লেখার শিরোনাম, ‘‘আসেন৷ সমকামিতা কার কাছে কেমন, যুক্তিসহ ব্যাখ্যা করেন৷ একটি উন্মুক্ত আলোচনাধর্মী পোস্ট৷” এই ব্লগারের আলোচনার আহ্বানে সাড়া দিয়ে সাইফুল বাতেন টিটো লিখেছেন, ‘‘আমি সমকামিতা যেমন পছন্দ করিনা, আবার তাদের ঘৃণাও করিনা৷ কিন্তু এখানে সানজিদা মেয়েটা তো অনার্স পড়ুয়া একটা মেয়ে৷ সে এক কিশোরীর সাথে এমনটা না করলেও পারতো৷”
আমার ব্লগ ডটকমে ব্লগার রিনভী তুষার এ বিষয়ে একটি প্রশ্ন রেখেছেন৷ তিনি লিখেছেন, ‘‘সমকাম কি আইনত দন্ডনীয় এই দেশে?” তুষার লিখেছেন, ‘‘বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রী আবাসিক হল, ক্যাডেট কলেজ, মাদ্রাসা, এমনকি মিডিয়ার অনেক সেলিব্রেটির (এখানে বাংলাদেশকে বোঝানো হচ্ছে) মধ্যেও সমকাম বহু আগে থেকে বেশ ভালোভাবেই শিকড় গেড়ে ছিলো৷ এখনো আছে৷”
ডয়চে ভেলের দ্য বব্স অ্যাওয়ার্ডজয়ী সদ্য কারামুক্ত ব্লগার আসিফ মহিউদ্দীন ফেসবুকে এ বিষয়ে একটি নিবন্ধ প্রকাশ করেছেন৷ শিরোনাম, ‘‘সমকামিতা প্রসঙ্গে : সামাজিক ও ধর্মীয় কুসংস্কারে আবদ্ধ মানবাধিকার৷” এই ব্লগার সমকামিতা নিয়ে সৃষ্ট বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন৷ তাঁর এই নিবন্ধের মন্তব্যের ঘরে মোহাম্মদ মুশফিকুল ইসলাম লিখেছেন, ‘‘আমার মনে হয় প্রত্যেক সমকামীকে (নিশ্চিত হওয়ার পর সে সমকামী) কাউন্সেলিংয়ের মাধ্যমে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসা উচিত৷”//DW
Photo source: http://76crimes.com/2013/07/25/bangladesh-lesbian-couple-arrested-risks-life-in-jail/
Category: 1stpage, দেশের খবর, শীর্ষ সংবাদ