রাশিয়া স্নোডেনকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে না: পেশকোভ
ইউরো সংবাদ: আমেরিকার সাবেক গোয়েন্দা কর্মকর্তা এবং দেশটির গোপন তথ্য ফাঁসকারী অ্যাডওয়ার্ড স্নোডেনকে ওয়াশিংটনের কাছে হস্তান্তর করবে না রাশিয়া। রুশ রাষ্ট্রপতির প্রেস সচিব দিমিত্রি পেশকোভ শুক্রবার সাংবাদিকদের এ কথা বলেছেন।
পেশকোভ বলেন, রাশিয়া কখনো কাউকে অন্য দেশের হাতে তুলে দেয় নি, দিচ্ছে না এবং ভবিষ্যতেও তা করবে না।
উল্লেখ্য, মার্কিন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি (এনএসএ)-এর টেলিফোন ও ইন্টারনেটে ব্যাপক আড়িপাতার ঘটনা ফাঁস করে দেওয়ার মধ্য দিয়ে সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি করেন স্নোডেন। মে মাসে এ-সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দেওয়ার পর স্নোডেন হংকং পালিয়ে যান।
গত ২৩ জুন থেকে তিনি মস্কোর শেরেমেয়তোভো বিমানবন্দরের ট্রানজিট এলাকায় অবস্থান করছেন। রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়ে ইতিমধ্যে আবেদন করেছেন সাবেক এই মার্কিন গোয়ন্দা কর্মকর্তা।//রেডিও রাশিয়া
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, শীর্ষ সংবাদ