• ৭ অগ্রহায়ণ ,১৪৩১,21 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ইউরোপের যা কিছু নজর কাড়ে

| জুলাই 30, 2013 | 0 Comments

গণতন্ত্র, দ্য ভিঞ্চি, ডন কিখোটে

ইউরোপীয়দের মধ্যে যোগসূত্র কি? এই মহাদেশের সেরা শিল্পী কে? কোন দেশের রান্নার সবচেয়ে সেরা? জার্মানির গ্যোটে ইন্সটিটিউট তাদের ‘ইউরোপ লিস্ট’ তৈরির ক্ষেত্রে এই প্রশ্নগুলো বেছে নিয়েছে৷ ৩০টি দেশের এবং ২৪টি ভাষার ২২ হাজার মানুষ এই সমীক্ষায় অংশ নিয়েছেন৷ অনলাইন সমীক্ষায় সবচেয়ে বেশি সমর্থন পেয়েছে: গণতন্ত্র, ডন কিখোটে এবং দ্য ভিঞ্চি৷

সংস্কৃতির মাধ্যমে সংযোগ

‘সংস্কৃতি’ হচ্ছে ইউরোপীয়দের মধ্যকার সংযোগসূত্র – সমীক্ষায় অংশ নেওয়া অধিকাংশ মানুষ এমনটাই মত দিয়েছেন৷ ‘কমিউনিটি’ এবং ‘ভ্রমণের স্বাধীনতাও’ তালিকার উপরের দিকে রয়েছে৷ বিশ্বের সংস্কৃতিতে ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে গণতন্ত্র, মনে করেন সমীক্ষায় অংশ নেওয়ারা৷

বিদেশের চোখে

সমীক্ষায় শুধু ইউরোপীয়দের প্রশ্ন করা হয়নি৷ ২৯৪ জনের মতো মিশরীয় এই অনলাইন সমীক্ষায় অংশ নিয়েছেন৷ তাদের মধ্যে ৬৩ শতাংশ জানিয়েছেন, ইউরোপে বসবাসের সুযোগ পেলে সবার আগে জার্মানিকে বেছে নেবেন তারা৷

আইফেল টাওয়ার

মিশরীয়দের মতে ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপত্য হচ্ছে আইফেল টাওয়ার৷ জরিপে অংশ নেওয়াদের ২৫ শতাংশই এটির পক্ষে ভোট দিয়েছেন৷ তবে জাতিভেদে গ্রিক, ইটালীয় এবং ফরাসিরা তাদের নিজস্ব স্থাপনার পক্ষেও অবস্থান নিয়েছেন৷

‘লাইফ ইজ বিউটিফুল’

ইউরোপের সেরা ছবি বাছাইয়ের কাজটি বেশ দুরূহ৷ ইটালীয় ছবি ‘লাইফ ইজ বিউটিফুল’ এক্ষেত্রে আট শতাংশ ভোট পেয়ে সেরার আসনটি জয় করেছে৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে একটি ইহুদি পরিবারের অবস্থা নিয়ে তৈরি হয়েছে ছবিটি৷ জার্মান ছবি ‘দ্য লাইভস অফ আদারস’ এক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে আছে৷

‘মোনালিসা’

সমীক্ষায় ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্পী’ বিভাগে ২৫ শতাংশ ভোট পেয়েছেন লিওনার্দো দ্য ভিঞ্চি (১৪৫২-১৫১৯)৷ তিনি ছিলেন একাধারে চিত্রশিল্পী, ভাস্কর, স্থাপত্যবিদ, শরীরতত্ত্ববিদ এবং প্রকৌশলী৷ ‘মোনালিসা’ ছবিরি সৃজনকর্তা দ্য ভিঞ্চি৷

ডন কিখোটে

গ্যোটে ইন্সটিটিউটের সমীক্ষায় সাহিত্যের ক্ষেত্রে সবার শীর্ষে রয়েছে স্পেন৷ সাহিত্যিক মিগুয়েল দে কেরভান্তেস-এর লেখা ‘ডন কিখোটে’ বইটির প্রতি আগ্রহ দেখেয়েছেন সমীক্ষায় অংশ নেওয়া অনেকে৷

সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ

‘সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ’ বিভাগের ফলাফল অনেক বিস্মিত করতে পারে৷ অতীতের নন বরং এক্ষেত্রে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন বর্তমান জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ সমীক্ষায় অংশ নেওয়াদের ১৮ শতাংশ তাঁকে ভোট দিয়েছেন৷ তারপরেই আছেন ইংরেজ রাজনীতিবিদ উইন্সটন চার্চিল, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডল্ফ হিটলারের কাছ থেকে ব্রিটেনকে রক্ষা করেছিলেন৷

সেরা ক্রীড়াবিদ

সার্বিয়ার টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ ইউরোপের শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হিসেবে বিবেচিত হয়েছেন৷ সমীক্ষায় অংশ নেওয়া সার্বদের মধ্য থেকে ৭২ শতাংশ তাঁকে ভোট দিয়েছেন৷ ২০১১ সালের জুলাই থেকে ২০১২ সালের জুলাই অবধি এটিপি বিশ্ব ব়্যাংকিংয়ে ১ নম্বরে ছিলেন জোকোভিচ৷ জার্মানির ফর্মুলা ওয়ান বিশ্ব চ্যাম্পিয়ন মিশায়েল শুমাখার এক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছেন৷

ইউরোপের বিষয়ে আলোচনা

গ্যাটো ইন্সটিটিউট, ব্রাসেলস-এর পরিচালক বার্থল্ড ফ্রাঙ্কের মতে, ‘‘এই সমীক্ষার মাধ্যমে ইউরোপের সাংস্কৃতিক পরিচয়কে একটি নতুন এবং ভিন্ন আঙ্গিকে বিবেচনা করা হয়েছে৷’’ ভবিষ্যতে এই ‘ইউরোপ লিস্ট’ বিষয়ে গণ্যমান্য ব্যক্তিরা টেলিভিশন এবং ওয়েবসাইটে আলোচনা অংশ নেবেন৷/DW

Category: 1stpage, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - Belgium, ইউরো-সংবাদ - France, ইউরো-সংবাদ - German, ইউরো-সংবাদ - Greece, ইউরো-সংবাদ - Italy, ইউরো-সংবাদ - Portugal, ইউরো-সংবাদ - Spain, ইউরো-সংবাদ -UK, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply