• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,22 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

অনলাইনে জমজমাট ঈদের কেনাকাটা

| জুলাই 31, 2013 | 0 Comments

দেশের খবর: ঈদের কেনাকাটা জমজমাট অনলাইনেও। ঈদকে সামনে রেখে অনেক পণ্য ক্রয় বিক্রয়ে জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন মার্কেট। দিন দিন বাড়ছে এই বাজারের পরিধি। কয়েক বছর ধরে এতে যোগ হয়েছে নতুন মাত্রা। এখন ক্লিক করলেই কেনাকাটা করা যাচ্ছে অনলাইনে। এর মাধ্যমে মানুষ ক্রয়-বিক্রয় ও অর্থ পরিশোধের ব্যবস্থা এখন ঘরে বসেই করতে পারছেন অনায়াসেই। একই সঙ্গে অর্ডার দেয়ার পর পছন্দের পণ্যটি একদিনেই ক্রেতার বাড়িতে পৌঁছে দেয়ার ব্যবস্থা থাকছে। হাট-বাজারের মতোই এই ডিজিটাল মার্কেটে সব ধরনের ব্যবসা-বাণিজ্য হচ্ছে। এর মাধ্যমে শুধু নতুন পণ্যই নয় ক্রেতারা ক্রয়-বিক্রয় করতে পারছেন পুরনো পণ্যও।

এছাড়া অন্য সাধারণ হাট-বাজারের মতো এই বাজারেও থাকছে ক্রেতা-বিক্রেতার ভিড়। দর কষাকষি, মধ্যস্বত্বভোগী সবকিছু আছে এখানে। পণ্য হিসেবে পাওয়া যাচ্ছে মাছ-মাংস, গরু-ছাগল থেকে শুরু করে গাড়ি-বাড়ি, ফ্রিজ-টেলিভিশন, এয়ারকন্ডিশনারসহ নিত্যপ্রয়োজনীয় ও গৃহস্থালি সব ধরনের পণ্য। ক্রেতারা বলেছেন, এটা নতুন প্রজন্মের কাছে এখন সবচেয়ে জনপ্রিয় একটি মার্কেট। তাদের মতে, বর্তমানে রাজধানীতে যে পরিমাণ তীব্র যানজট তাতে মার্কেট বা শপিং মলে গিয়ে ঠাসাঠাসি করে বাজার করা কঠিন বিষয়। অপরদিকে আছে নিরাপত্তার শঙ্কা। খোঁজ নিয়ে জানা গেছে, এবারের ঈদকে টার্গেট করে অনলাইন বাজার আগের যে কোন সময়ের চেয়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ক্রেতা-বিক্রেতাদের কাছে। কারণ এক ক্লিকেই ক্রেতারা দেখতে পাচ্ছেন তাদের পছন্দের জামা-কাপড়, শার্ট, পাঞ্জাবি, ফতুয়া আর শাড়ির রঙ, ধরন ও দাম। একই সঙ্গে দেখতে ও জানতে পারছেন কোন ধরনের মোবাইল ফোনের কি ধরনের ফিচার রয়েছে।

সংশ্লিষ্ট তথ্য মতে, দেশে বর্তমানে ৩০ থেকে ৪০টি অনলাইন মার্কেট রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় ই-কমার্স মার্কেট বিক্রয় ডটকম, এখনি ডটকম, সেলবাজার ও বাংলাদেশ ব্র্যান্ডস। এছাড়া প্রিয়শপ ডটকম, রূপকথা জামদানি ডটকম, আজকের ডিল ডটকম, খাঁটিবাজারবিডি ডটকম, হাটবাজার ডটকম, উপহার বিডিডটকম, রকমারী ডটকম, উৎসববিডিকম প্রমুখ। এ সব সাইটে গিয়ে সব বয়সীর ক্রেতারা তাদের ল্যাপটপ কিংবা ডেস্কটপে গিয়ে তাদের পছন্দের পণ্যটি খুঁজে বের করে করার জন্য অর্ডার দিতে পারছেন খুব সহজেই। বিক্রয় ডটকমে এখন পাওয়া যাচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ সব ধরনের সামগ্রী। ঢাকা শহর ছাড়িয়ে দেশের সব জেলা ও বিভাগীয় শহরেও তাদের ক্রয়-বিক্রয়ের জন্য শপ রয়েছে। একজন কর্মকর্তা জানান, বাংলাদেশের বাজারে যা পাওয়া যায় তার সব সমাহার রয়েছে তাদের সাইটে।

ঈদ উপলক্ষে বিক্রয় ডটকমের শপে সব ইলেকট্রনিক্স, শিক্ষা, ক্রীড়া ও শখের সামগ্রী, নতুন কিংবা ব্যবহৃত গাড়ি-বাড়ি ও অন্য যানবাহন, ঘরের আসবাবপত্র, কৃষি ও খাদ্য, প্রপার্টিজ, চাকরি, ব্যবহৃত সামগ্রী পাওয়া যাচ্ছে। বিক্রয় ডটকম সম্পর্কে ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বলা হয়েছে, এখানে প্রায় সব কিছুই বেচা-কেনা করা যাচ্ছে। সেরা ডিলগুলো বেশির ভাগ ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতাদের নিজ শহর বা এলাকাতেই করা হয়। এক্ষেত্রে শুধু ক্রেতা-বিক্রেতাকে নিজ নিজ এলাকাটি নির্বাচন করতে হবে- আর কিছুই না! এখানে এ বিজ্ঞাপন দেয়া যায় সম্পূর্ণ ফ্রি এবং সময় লাগে দুই মিনিটেরও কম। একটি অ্যাকাউন্টের জন্যে নিবন্ধন করা যায় সম্পূর্ণ বিনামূল্যে এবং তাতে করে যে কোন সময় খুব সহজেই বিজ্ঞাপন দেয়া যায়। এখনি ডটকম ঈদকে সামনে রেখে সাজানো হয়েছে নানা সাজে। যুক্ত করা হয়েছে নানা ধরনের পণ্য। এক্ষেত্রে মূল্যহ্রাস, একটি কিনলে আরেকটি ফ্রিসহ নানা ধরনের গিফট থাকছে। দেশের অনলাইন বাজারে যেমন নিত্যপ্রয়োজনীয় জিনিস পাওয়া যায়, তেমনি বিভিন্ন উৎসবের পণ্যসম্ভারও আছে এখানে। এ সাইট থেকে ছবি দেখে পছন্দের পণ্য অর্ডার করা যাবে। আর পণ্য এক দিনেই বাসায় পৌঁছে যাবে। এখনি ডটকমের প্রধান নির্বাহী শামীম আহসান বলেন, আমরা নিজেরা কোন পণ্য তৈরি করি না। সাধারণত অন্যদের পণ্যই আমরা বিক্রি করি। ফলে ই-কমার্স ব্যবসার পাশাপাশি অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছে। তিনি বলেন, গ্রাহকদের আরও বেশি পণ্যসুবিধা দিতে আমরা এখনি ডটকম ই-দোকান চালু করেছি। খাঁটি বাজার বিডি ডটকম এর সাইটে পাওয়া যাবে গৃহস্থালি কাঁচা বাজারের সব ধরনের পণ্য। মসলা থেকে শুরু করে মাছ-মাংস, চাল-ডাল, দুধ, মওসুমি ফলসহ দৈনিক রান্নায় দরকারি পণ্য ক্রোতার বাসায় একদিনেই পৌঁছে দেয়ার ব্যবস্থা রয়েছে তাদের। এ ব্যাপারে সাইটের স্বত্বাধিকারী মো. শফিউর রহমান বলেন, বর্তমানে আমরা ঢাকায় প্রতিদিন ২০০ বাসা-বাড়িতে আমাদের পণ্য সরবরাহ করছি। আমাদের টার্গেট পুরো ঢাকা শহরকে পণ্য সরবরাহের আওতায় আনা। এ জন্য আমরা ঢাকায় দু’টি স্থানে পণ্য মজুতের ব্যবস্থা রেখেছি। বাংলাদেশ ব্র্যান্ডস অনলাইনে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন ব্র্যান্ডের পণ্য ঘরে বসে পাওয়ার সুবিধা রেখেছে। এ সাইটটিতে বিবিআনা, স্মার্টেক্স, রঙ, প্রবর্তনা, মেনজ ক্লাব, অহং, এক্সট্যাসি, ল্যাভেন্ডারসহ ৫৪টি ব্র্যান্ডের পোশাক কেনা যাবে। এ সাইটে রয়েছে প্রায় ৩১ হাজার পণ্য। ঈদ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান নতুন পণ্য যুক্ত করেছে তারা। রূপকথা জামদানি নারীদের জন্য বাহারি সব জামদানি শাড়ির সমাহার নিয়ে এ সাইটটি। এখানে শেষ ১০ রোজা পর্যন্ত থাকবে ২০ শতাংশ ছাড়। আজকের ডিল  এ বিনা মূল্যে পণ্য পৌঁছানো ছাড়াও পণ্য কেনার পর কোন সমস্যা হলেও সেটিও বিনা মূল্যে সমাধান করার সুযোগ পাওয়া যায়। ই-সুফিয়ানায় ক্রেতারা নির্দিষ্ট মূল্যের পণ্য কিনলে পাবেন বিশেষ কুপন আর কুপন ড্রয়ে পাওয়া যাবে আকর্ষণীয় সব পুরস্কার। বাজার হাটবাজার-এ আছে বিভিন্ন দিবস অনুযায়ী আলাদাভাবে তৈরি পণ্যসামগ্রী। ঈদ উপলক্ষে আলাদা পণ্যের বিশেষ ব্যবস্থা রয়েছে সাইটটিতে। প্রিয় শপ ডটকম-এ মাত্র ৫০০ টাকার পণ্য কিনলেই দিচ্ছে উপহার। এ ছাড়া ঈদের বিভিন্ন নতুন পণ্যে দিচ্ছে বিশেষ ছাড়।  উপহার বিডিতে রয়েছে বিভিন্ন পণ্যের প্যাকেজ। এতে রমজানের ইফতারি ডেলিভারিরও প্যাকেজ পাওয়া যাবে। এ ছাড়া রয়েছে নানা ধরনের পোশাক ও পণ্য। রকমারি ঈদ আর রমজান উপলক্ষে এখানে চলছে ইসলামি বই উৎসব। চাইলে ঈদ উপলক্ষে বইও উপহার দেয়া যাবে। বর্তমানে ই-কমার্সের নানা সুবিধা থাকায় ঘরে বসেই করা যাচ্ছে অর্থ পরিশোধের ব্যবস্থা। ফলে বাড়ছে অনলাইনে কেনাকাটা। অর্থ পরিশোধে পাওয়া যাচ্ছে ব্যাংক সহায়তা। অনেকেই মোবাইলের মাধ্যমেই পরিশোধ করে দিচ্ছেন প্রয়োজনীয় অর্থ। ক্যাশ অন ডেলিভারি পদ্ধতিতে গ্রাহক পণ্য হাতে পাওয়ার পর টাকা পরিশোধের সুযোগ পাচ্ছেন। তাই ক্রেডিট কার্ড কেনার বাধ্যবাধকতাও নেই। এ ছাড়া বিভিন্ন ব্যাংকের কার্ডের মাধ্যমেও চাইলে পণ্য কেনা যায় এখন।

Category: 1stpage, দেশের খবর

About the Author ()

Leave a Reply