আল কায়েদা হামলার হুমকির কারণে মার্কিনদের বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা!
ইউরোবিডি২৪নিউজঃ মার্কিন যুক্তরাষ্ট্র একটি সম্ভাব্য আল কায়েদা হামলার ভয়ে শুক্রবার তার নাগরিকদের জন্য একটি বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি করে। প্রায় দুই ডজন মার্কিন দূতাবাস সপ্তাহ শেষে বন্ধ ঘোষণা করার পরপরই এই সতর্কতা জারি হয়।
মার্কিন যুক্তরাষ্ট্র আল কায়েদা হামলার হুমকির কারণে আমেরিকানদের জন্য এই বিশেষ একটি বিশ্ব ভ্রমণ সতর্কতা জারি করে এবং প্রায় ২১টি মুসলিম দেশে সতর্কতা স্বরূপ সাপ্তাহিক অবকাশে ২১টি দূতাবাস বন্ধ করে দেয়া হয়েছে।
১১ সেপ্টেম্বর, ২০০১ এ মার্কিন হামলার পর এবারই আবার এমন সতর্কতা জারি করা হল।
গত বছর ১১সেপ্টেম্বরে লিবিয়ার বেনগাজিতে এক হামলায় একজন রাষ্ট্রদূত ও তিনজন আমেরিকান নিহত হন।
সতর্কবার্তাটিতে বলা হয়, এবার আল কায়েদা বা তার জোট, মার্কিন সরকার বা মার্কিন স্বার্থকে লক্ষ্য করতে পারে। এই সতর্কতা ৩১ অগাস্ট শেষ হবে।
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, প্রচ্ছদ, শীর্ষ সংবাদ