“বেলজিয়াম বিএনপির ইফতার মাহফিল”
আলম হোসেন, বেলজিয়াম: বাংলাদেশ জাতিয়তাবাদী দল বেলজিয়াম শাখার উদ্দোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয় ২৭ রমজান রোজ সোম বার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। এসময় দেশ জাতীর কল্যান কামনা করে ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী কে সুস্ত অবস্তায় ফিরে পাওয়ার জন্য দোয়া করা হয় । ইফতার মাহফিলে উপস্তিত ছিলেন বেলজিয়াম বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন রাজনীতি সামাজিক ব্যাক্তি, বেলজিয়াম বিএনপির সভাপতি সানোয়ার আলী ছিদ্দিক, জাতীয়পার্টির সভাপতি সুফিয়ান চৌধুরী, বেলজিয়াম বিএনপির সহসভাপতি মনোয়ার হোসেন মুন্না, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, যুগ্নসাংগঠনিক সম্পাদক রুহুল আমীন সেলিম, সহসাধারন সম্পাদক সামছুল ইসলাম ,অথর্সম্পাদক রায়হান মিয়া ,সমাজসেবা সম্পাদক লুৎফুর রহমান মিলন, ছিদ্দিক মিয়া, দিপু মিয়া ,সানুর আলী ,দপ্তর সম্পাদক আলম হোসেন, আব্দুল হক, হারুন মিয়া, স্বপন মিয়া ,মার্টিন ফিরুজ আলী, সাইদুর রহমান ও সুমন মিয়া.
Category: Community Belgium, ইউরোবিডি কমিউনিটি সংবাদ