• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,22 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

যুক্তরাষ্ট্রে ঈদ জামাতে ড. ফখরুদ্দিন, জেনারেল মঈন ও জয়

| আগস্ট 11, 2013 | 0 Comments

বিশ্বজুড়ে বাংলা: বহুল আলোচিত ১/১১ তে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদষ্টো ড. ফখরুদ্দিন আহমেদ ওয়াশিংটন ডিসি, সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদ ফ্লোরিডা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ভার্জিনিয়ায় ঈদের নামাজ আদায় করলেন। ৮ আগস্ট আমেরিকায় একযোগে পবিত্র ঈদুল ফিতরের নামাজ  অনুষ্ঠিত হয়।

পূর্বাভাস অনুযায়ী সর্বত্র বৃষ্টির আশঙ্কা থাকলেও ঈদ জামাত শেষ হবার ৪ ঘন্টা পর পর্যন্ত কোথায়ও বৃষ্টি ঝরেনি। চমৎকার আবহাওয়ায় মুসলিম-আমেরিকানরা প্রকাশ্য ময়দান, উপচে পড়া মসজিদের বাইরের রাস্তায় নামাজ আদায় করেন। নিউইয়র্ক সিটি মেয়র মাইকেল ব্লুমবার্গ কুইন্সে বাংলাদেশীদের পরিচালনাধীন জ্যামাইকা মুসলিম সেন্টারে সমবেত মুসল্লীগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এস্টোরিয়ায় আল আমিন মসজিদের সামনের রাস্তায় এবং ওজনপার্ক আল আমান মসজিদের উদ্যোগে বিরাট ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ব্রুকলিনে বাংলাদেশ মুসলিম সেন্টারে ৫ সহস্রাধিক মুসল্লীর অংশগ্রহণে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, কানেকটিকাট, ম্যাসেচুসেটস, ফ্লোরিডা, ওয়াশিংটন ডিসি, জর্জিয়া, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, আরিজোনা, মিশিগান, ইলিনয়, ওহাইয়ো, মিনেসোটা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশীদের পরিচালনাধীন পেৌণে দুই শতাধিক মসজিদ এবং ৩৬টি মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয় বলে এসব স্থানে বার্তা সংস্থা এনার প্রতিনিধিরা জানান। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স (কেয়ার) সূত্রে জানা গেছে, ২৫ শতাধিক মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

ড. ফখরুদ্দিন আহমেদ ঈদের নামাজ আদায় করেন ভার্জিনিয়ার হল্টিন হোটেলে বাংলাদেশীদের ঈদ জামাতে। জেনারেল মঈন ঈদের নামাজ আদায় করেন ফ্লোরিডার ওয়েস্ট পামবীচে নর্থ লেইক ইদগা মাঠে। সজীব ওয়াজেদ জয়ও ভার্জিনিয়ায় ঈদের নামাজ আদায় করেছেন বলে জানা গেছে। নামাজ শেষে মুসল্লীরা ড. ফখরুদ্দিন এবং জেনারেল মঈনের সাথে কোলাকুলি করেন। সকলেই তাদের কুশলাদি জানতে চান। জেনারেল মঈন সকলের দোয়া চেয়েছেন দ্রুত আরোগ্য লাভে। তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন।

স্মরণ করা যেতে পারে, জেনারেল মঈনের একমাত্র পুত্র নিহাদ আহমেদ বাস করেন ফ্লোরিডার ওয়েস্ট পামবিচে। নিউইয়র্কে চিকিৎসাধীন জেনারেল মঈন সস্ত্রীক সেখানে গেছেন পুত্রের সাথে ঈদ উদযাপনের জন্যে।

অপরদিকে, ড. ফখরুদ্দিন আহমেদ ওয়াশিংটন ডিসি সংলগ্ন ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যে পটোম্যাকে বসবাস করেন সস্ত্রীক। ড. ফখরুদ্দিন এবং জেনারেল মঈন উভয়েই যুক্তরাষ্ট্রের গ্রীনকার্ড নিয়ে বসবাস করছেন।

 

Category: 1stpage, বিশ্বজুড়ে বাংলা

About the Author ()

Leave a Reply