• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

অধিকার সম্পাদকের আটকে ইইউ’র উদ্বেগ

| আগস্ট 12, 2013 | 0 Comments

দেশের খবর: মানবাধিকার সংগঠন অধিকারের সচিব আদিলুর রহমান খানকে গ্রেফতারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার ঢাকায় অবস্থিত ইইউভুক্ত দেশগুলোর মিশন প্রধানদের সম্মতির ভিত্তিতে ডেলিগেশন থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, অধিকারের সচিব আদিলুর রহমান খানকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর গত শনিবার থেকে ইইউ মিশনগুলো পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে। এতে বলা হয়, ‘আমরা আদিলুর রহমান খান ও বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের ওপর অধিকারের প্রতিবেদনের সাথে পরিচিত। আমরা মনে করি দেশের মানবাধিকার শক্তিশালী করতে সক্রিয় সুশীল সমাজ ও মানবাধিকার কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আদিলুর রহমান খানের আটকের ব্যাপারে আমাদের উদ্বেগ বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবহিত করা হয়েছে। তার যেন কোনো ক্ষতি না হয় সেটা নিশ্চিত করা খুবই জরুরি। তার বিরুদ্ধে নেয়া আইনি প্রক্রিয়া মানবাধিকারের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে সব ক্ষেত্রে যথাযথভাবে নেয়ার জন্য আমরা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

Category: 1stpage, দেশের খবর, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply